মালদা,২৭ জানুয়ারি:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেসব ধারার বিরোধিতা করেছেন সেসবের পক্ষে মানুষ সমর্থন করেছেন । কাশ্মীরের ৩৭০ ধারা হোক অথবা তিন তালাক। জিএসটি নিয়েও বিরোধীতা করেছেন দিদিমণি। কিন্তু সবেতেই মানুষের সমর্থন পেয়েছি। বিল পাস হয়েছে। এমনকি নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছেন দিদিমণি । সেটিও পাশ করিয়েছি। আইন তৈরি হয়েছে নাগরিকত্ব দেওয়ার। সোমবার মালদায় অভিনন্দন যাত্রা শেষ করে সুকান্ত মোড়ে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন চড়া সুরে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া সমালোচনা করেন।দিলীপ ঘোষ বলেন, বিজেপি ঠেলাই কালীঘাটে ঢুকে গিয়েছেন। আর রাস্তায় বের হচ্ছেন না। তার পোশা গুন্ডারা আমাদের মেরেছেন। এখন তারা বিজেপির ঝরে বাড়ি ঘরে ঢুকে গিয়েছেন।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে মানুষ ভোট দিয়ে বিজেপিকে জেতাতে চেয়েছিল। কিন্তু যে ধরনের হিংসা আর অত্যাচার হয়েছে। পুলিশ ও গুন্ডা দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করেছে। তাতে রিফ্লেকশন আসে নি। নমিনেশন করতে দেয় নি। ভোট দিতে দেয় নি। মানুষের মনের মধ্যে যে ইচ্ছা ছিল তার লোকসভায় প্রতিফলিত হয়েছে।
দিলীপ ঘোষ আরো বলেন, আমরা বলেছিলাম উত্তরবঙ্গের আটি আসনের আটটি জিতব। তার মধ্যে আমরা সাতটি জিতেছি। আর একটিতে সাড়ে ছয় হাজার ভোটে হেরেছি। উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে বিশ্বাস করেন। সেই জন্য হাত তুলে আশীর্বাদ করেছেন। সামনে পুরসভা ভোট রয়েছে সেই ভোটের বেশিরভাগ আসনে বিজেপি জিতবে।মানুষ বুঝিয়ে দিয়েছেন যত জায়গায় অভিনন্দন যাত্রা হয়েছে প্রত্যেকদিন নতুন রেকর্ড হচ্ছে। প্রত্যেকদিন লোক বাড়ছে। এত পুলিশি বাধা সরকারি প্রশাসনের বাধা সত্ত্বেও এই ধরনের জনসমাবেশ হচ্ছে। কোথাও পারমিশন দেওয়া হচ্ছে না। ফলে আমাদের আইন ভাঙতে বাধ্য করছে।