এই মুহূর্তে জেলা

প্রজাতন্ত্র দিবসের সকালে বর্ণময় শোভাযাত্রা রিষড়া পুরসভার উদ্যোগে।

হুগলি,২৬ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসের সকালে বর্ণময় শোভাযাত্রার মাধ্যমে পালন করা হলো ৭১ তম প্রজাতন্ত্র দিবস। রিষড়া পুরসভার উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এদিন স্থানীয় প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা ত্রিবর্ণ পতাকা এবং নানা সাজে সজ্জিত হয়ে সাধারণতন্ত্র দিবসের শোভাযাত্রায় অংশ নেয় ।পুরভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। নেতাজির মূর্তিতে মালা দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। বেশ কটি সুসজ্জিত ট্যাবলও আজকের রেল‍্যিতে অংশ নেয়। প্রায় এক কিলোমিটার লম্বা প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রা রিষড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                                                                         আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় । প্রচুর মানুষ সকাল থেকে রাস্তার দু ধারে দাঁড়িয়ে অংশগ্রহণ কারীদের উৎসাহিত করেন।আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলা মাধ্যম ছাড়াও ইংরাজি , উর্দু এবং হিন্দি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান , কাউন্সিলর মনোজ গোস্বামি , শুভজিৎ সরকার , শীতল ঘটক , কৌশিক মুখোপাধ্যায় , সাকির আলী , অভিজিৎ দাস সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গরা।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.