হুগলি,২৬ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসের সকালে বর্ণময় শোভাযাত্রার মাধ্যমে পালন করা হলো ৭১ তম প্রজাতন্ত্র দিবস। রিষড়া পুরসভার উদ্যোগে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এদিন স্থানীয় প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীরা ত্রিবর্ণ পতাকা এবং নানা সাজে সজ্জিত হয়ে সাধারণতন্ত্র দিবসের শোভাযাত্রায় অংশ নেয় ।পুরভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। নেতাজির মূর্তিতে মালা দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা করা হয়। বেশ কটি সুসজ্জিত ট্যাবলও আজকের রেল্যিতে অংশ নেয়। প্রায় এক কিলোমিটার লম্বা প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রা রিষড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে।
আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয় । প্রচুর মানুষ সকাল থেকে রাস্তার দু ধারে দাঁড়িয়ে অংশগ্রহণ কারীদের উৎসাহিত করেন।আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় বাংলা মাধ্যম ছাড়াও ইংরাজি , উর্দু এবং হিন্দি স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল।পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র ছাড়াও এদিন উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান , কাউন্সিলর মনোজ গোস্বামি , শুভজিৎ সরকার , শীতল ঘটক , কৌশিক মুখোপাধ্যায় , সাকির আলী , অভিজিৎ দাস সহ অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গরা।Related Articles
২০ বছর পর পদ্মার সেরা চাঁদিপুরের ইলিশ চকবাজারে !
সুদীপ দাস , ৮ সেপ্টেম্বর:- চলতি মরশুমের প্রথম থেকেই ইলিশের টান ছিলো বাজারে। তবে প্রাক পুজোর মুহুর্তে বাজারে এলো ওপার বাংলার পদ্মার ইলিশ। তাও আবার যেমন-তেমন ঘাটের নয়! স্বাদে গুনে অনেকের কাছেই সেরার তকমা পাওয়া পদ্মার চাঁদিপুর ঘাটের ইলিশ। মঙ্গলবার সেই ইলিশই ঢুকলো চুঁচুড়ার চকবাজারে। ১২০০ গ্রাম থেকে শুরু ২ কেজি পর্যন্ত সেই ইলিশের দাম […]
সড়ক দুর্ঘটনা এড়াতে নয়া উদ্যোগ সরকারের।
কলকাতা, ৬ জুলাই:- সেফ ড্রাইভ, সেফ লাইফ প্রকল্পের আওতায় রাজ্যে অভিন্ন গতি নীতি আনতে চলেছে রাজ্য সরকার। সড়ক দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ বলে জানা গেছে। খড়্গপুর আইআইটি ইতিমধ্যেই এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে গতি নীতি আনতে যাচ্ছে সরকার। খুব শীঘ্রই এটি রাজ্য মন্ত্রিসভা অনুমোদনের জন্য পেশ করা হবে বলে প্রশাসনিক সূত্রে […]
সুদীপ-কুনালের খেলায় কে জেতে সবাই অপেক্ষা করে আছি, হুগলিতে লকেট।
হুগলি, ২ মার্চ:- কুনাল ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার করতে বলা প্রসঙ্গে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃনমূল দলটা পিসির দল ভাইপোর দল হয়ে গেছে। কে লোকসভার টিকিট পাবে এনিয়ে চলছে। তাই নানারকম খেলা শুরু হয়েছে। আমরা সবাই অপেক্ষা করে আছি খেলায় কে জেতে। পিসি জিতবে না ভাইপো জিতবে। শুনেছি ভাইপোর হাতেই সব।তাদের দ্বন্দ্বে তৃনমূল […]