এই মুহূর্তে জেলা

থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের।

হাওড়া,২৬ জানুয়ারি:- থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের। রবিবার হাওড়ায় বিজেপির তরফ থেকে বিভিন্ন থানার সামনে ভারতমাতা পূজোর কর্মসূচি নেওয়া হয়। বিজেপি কর্মীরা আসার অনেক আগে থেকেই পুলিশ বিভিন্ন থানার সামনে ব্যারিকেড করে রাখে। যদিও বিজেপি কর্মীরা আসার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশ বিজেপি কর্মীদের পুজো করতে বাধা দিলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় পুলিশ তাদের আটক করে গাড়িতে তোলে।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                           এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। হাওড়া, ব্যাঁটরা, গোলাবাড়ি থানা সহ বিভিন্ন থানার সামনে বিজেপির তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকালে। বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সদর সভাপতি ওমপ্রকাশ সিং বলেন, আমরা এর আগে গত ২৩ জানুয়ারি হাওড়ায় ভারতমাতার পুজোর আয়োজন করেছিলাম। ওইদিন পুলিশ আমাদের পুজো করতে বাধা দেয়। এর প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা হাওড়ার প্রতিটি থানার সামনে ভারতমাতার পুজো করব। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছিল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.