হাওড়া,২৬ জানুয়ারি:- থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের। রবিবার হাওড়ায় বিজেপির তরফ থেকে বিভিন্ন থানার সামনে ভারতমাতা পূজোর কর্মসূচি নেওয়া হয়। বিজেপি কর্মীরা আসার অনেক আগে থেকেই পুলিশ বিভিন্ন থানার সামনে ব্যারিকেড করে রাখে। যদিও বিজেপি কর্মীরা আসার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশ বিজেপি কর্মীদের পুজো করতে বাধা দিলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় পুলিশ তাদের আটক করে গাড়িতে তোলে।
এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। হাওড়া, ব্যাঁটরা, গোলাবাড়ি থানা সহ বিভিন্ন থানার সামনে বিজেপির তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকালে। বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সদর সভাপতি ওমপ্রকাশ সিং বলেন, আমরা এর আগে গত ২৩ জানুয়ারি হাওড়ায় ভারতমাতার পুজোর আয়োজন করেছিলাম। ওইদিন পুলিশ আমাদের পুজো করতে বাধা দেয়। এর প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা হাওড়ার প্রতিটি থানার সামনে ভারতমাতার পুজো করব। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছিল।Related Articles
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পাশাপাশি আন্তর্জাতিক শিল্প মেলারও আয়োজন করতে চলেছে রাজ্য।
কলকাতা, ৮ এপ্রিল:- আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সঙ্গেই রাজ্য সরকার একটি আন্তর্জাতিক শিল্প মেলারও আয়োজন করবে। রাজ্যে এই প্রথমবার এরকম কোনো মেলার আয়োজন করা হচ্ছে বলে শিল্প দফতরের তরফে জানানো হয়েছে। ২০ এপ্রিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের দিনেই সায়েন্স সিটি প্রাঙ্গণে এই শিল্প মেলারও উদ্বোধন হবে। মেলা চলবে পাঁচদিন। বাণিজ্য সম্মেলনের শিল্পমেলায় ১২টি দেশের প্রতিনিধিদের উপস্থিত […]
এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য বাঁকুড়ায়।
বাঁকুড়া, ১১ মার্চ :- এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল থানা এলাকার বিক্রমপুর গ্রাম পঞ্চায়েতের বীরসিংহপুর গ্রামে। মৃতের নাম শিবু মুর্ম্মু (৪০)। স্থানীয় সূত্রে খবর, শিবু মুর্ম্মু নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। পরিবার ও গ্রামের লোকজন ঐদিন রাতভর খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। বুধবার সকালে গ্রামের […]
আন্তর্জাতিক যোগ দিবসে মহিলা ক্রিকেটারদের চাঙ্গা করতে বিশেষ উপহার সিএবির ।
স্পোর্টস ডেস্ক , ২১ জুন:- করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘ লকডাউন ৷ ফলে গৃহবন্দি ক্রিকেটাররাও ৷ অনুশীলন থেকে বর্তমানে বহু দূরে সবাই ৷ কিন্তু, ফিরতে হবে স্বাভাবিক জীবনে ৷ তাই নিজেদের শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা রাখতে সবার ভরসা যোগব্যায়াম ৷ তবে দলের মহিলা ক্রিকেটারদের ফের ফিট ও চাঙ্গা করতে নতুন পন্থা নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল […]