হাওড়া,২৬ জানুয়ারি:- থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের। রবিবার হাওড়ায় বিজেপির তরফ থেকে বিভিন্ন থানার সামনে ভারতমাতা পূজোর কর্মসূচি নেওয়া হয়। বিজেপি কর্মীরা আসার অনেক আগে থেকেই পুলিশ বিভিন্ন থানার সামনে ব্যারিকেড করে রাখে। যদিও বিজেপি কর্মীরা আসার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশ বিজেপি কর্মীদের পুজো করতে বাধা দিলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় পুলিশ তাদের আটক করে গাড়িতে তোলে।
এই নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। হাওড়া, ব্যাঁটরা, গোলাবাড়ি থানা সহ বিভিন্ন থানার সামনে বিজেপির তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সকালে। বিজেপি যুব মোর্চার হাওড়া জেলা সদর সভাপতি ওমপ্রকাশ সিং বলেন, আমরা এর আগে গত ২৩ জানুয়ারি হাওড়ায় ভারতমাতার পুজোর আয়োজন করেছিলাম। ওইদিন পুলিশ আমাদের পুজো করতে বাধা দেয়। এর প্রতিবাদে আমাদের দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন আমরা হাওড়ার প্রতিটি থানার সামনে ভারতমাতার পুজো করব। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছিল।Related Articles
হঠাৎই অসুস্থ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা ,২ জানুয়ারি:- হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার সকালে জিম করতে গিয়ে ঘটে বিপত্তি। সকালে জিম করতে গিয়ে হঠাৎই মাথা ঘুরে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরু হয়। হাসপাতাল সূত্রে খবর, একটি মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য একটি […]
রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে নার্স নিয়োগ করতে চলেছে রাজ্য।
কলকাতা, ২৯ ডিসেম্বর:- রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে স্বাস্থ্য দফতর বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নার্স নিয়োগ করতে চলেছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ পর্ষদকে এই নিয়োগ পরিচালনার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। স্বাস্থ্য সূত্রে জানা গেছে এই স্টাফ নার্স নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া […]
দ্বিতীয় দফায় ৩০টি আসনে ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন।
কলকাতা , ১৮ মার্চ:- আগামী ২৭ মার্চ প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল যে ৩০টি আসনে ভোট নেওয়া হবে সেখানে মোট ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন। এরমধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ৩০ জন করে এবং সিপিএমের ১৫ […]







