নদীয়া,২৪ জানুয়ারি:- কাগজ কুড়ানোর নামে এসে এক বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং বেশ কয়েক ভড়ি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করার পর ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানা এলাকায়। সূত্রের খবর, দিন কয়েক আগে নদীয়া রানাঘাট থানার সিদ্ধান্ত পাড়ার বাসিন্দা মৃণাল কান্তি ঘোষের বাড়িতে চুরি হয়। জানা যায় মৃণাল কান্তি ঘোষ এর বাড়ির ছাদের গিরিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে।এরপর আলমারি এবং লকার ভেঙ্গে নগদ লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এরপরেই রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের তরফ থেকে। অভিযোগের ভিত্তিতে সন্দেহজনকভাবে পরেরদিন ছোট্টু কুড়মি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাকে জেরা করতে নিজের দোষ স্বীকার করে নাই ওই যুবক। জেরা করে আরো দুইজনকে উত্তর ২৪ পরগনা জগদ্দল থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিন অভিযুক্তকে আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে। প্রশাসনিক সূত্রে খবর চুরি যাওয়া জিনিস পত্র অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা গেছে।