এই মুহূর্তে কলকাতা

বিজেপি জুজুর মোকাবিলায় দলের সৈনিকদের ‘ভোক্যাল টনিক’ দিলেন মমতা।


কলকাতা,২৪ জানুয়ারি:- রাজ্যে বিজেপির প্রভাব ক্রমবর্ধমান। লোকসভা ভোটের ফল থেকে শিক্ষা নিয়ে তাদের পরবর্তী অ্যাসিড টেস্ট কলকাতা সহ বিভিন্ন পুরসভার নির্বাচনে জমি ধরে রাখতে মরিয়া তৃণমূল। শুক্রবার তপসিয়ার তৃণমূল কংগ্রেস ভবনে আগামী সময়ের রণকৌশল ঠিক করতে বর্ধিত কোর কমিটির বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটের পাশাপাশি সিএএ এবং এনআরসি নিয়েও বিজেপির প্রচারকে টক্কর দিতে জনসংযোগ কর্মসূচি বাড়ানোর পরিকল্পনা বাতলান তিনি। বৈঠক শেষে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে তৃণমূল। পাশাপাশি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সভার হ্যাটট্রিক করবেন।

There is no slider selected or the slider was deleted.


পার্থবাবু বলেন ফেব্রুয়ারি মাসের ৫ থেকে ৭ তারিখ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে তৃণমূলের তরফে। ৫ তারিখ থেকে আগামী দু’দিন ব্লকস্তরে বেলা ২ থেকে ৩টে পর্যন্ত এই কর্মসূচি চলবে। এছাড়াও ৬ তারিখ তৃণমূল নিঃশব্দ পোস্টার মিছিল করবে এনআরসি-সিএএ’র বিরুদ্ধে। ব্লকে ব্লকে এই কর্মসূচি পালন হবে। ৭ তারিখে পথসভা হবে বুথ স্তরে।৮ এবং ৯ তারিখে সমস্ত ব্লক প্রতিনিধিদের ও জনপ্রতিনিধিদের সভা হবে বলে জানিয়েছেন তিনি । এরপর তাদের অধীনস্থ ব্লক/ বিধানসভার গ্রামে বাড়ি বাড়ি যেতে হবে। গিয়ে সিএএ ও এনআরসি নিয়ে বিজেপি কী ধরনের ভুল বোঝাচ্ছে তা সাফ করার চেষ্টা হবে। এছাড়াও এদিন সাংগঠনিক রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয় বিজেপির তরফে। পরিবর্তন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি করা হয় শুভাশিস ব্যাটবলকে।

There is no slider selected or the slider was deleted.


অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো প্রচারে বিরাম থাকছে না ফেব্রুয়ারি মাসেও। পরপর তিনটি সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। যদিও সেই সভা কবে হবে তৃণমূল শীর্ষ মহল এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে খুব শীঘ্রই মমতার সঙ্গে আলোচনা করে সভার দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মহাসচিব। মমতার প্রথম সভাটি হবে বনগাঁতে। দ্বিতীয় সভাটি কল্যাণীর চাকদা-গয়েশপুর এলাকায় হবে। তৃতীয় সভাটি হবে রানাঘাট।

There is no slider selected or the slider was deleted.