হাওড়া,২৪ জানুয়ারি:- বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার বিজেপি ছেড়ে কয়েকশ কর্মী-সমর্থক যোগ দিলেন শিবসেনাতে। শুক্রবার দুপুরে হাওড়ায় এক সাংবাদিক বৈঠকে শিবসেনার তরফ থেকে বিজেপি সহ অন্যান্য দল ছেড়ে আসা কর্মীদের তাদের দলে যোগদান করানো হয়। এদিন এক সাংবাদিক বৈঠকে শিবসেনার পক্ষ থেকে জানানো হয়, ৬১৫ জন কর্মী বিজেপি সহ অন্যান্য দল থেকে এদিন শিবসেনাতে যোগদান করেছেন। এরা বালি, দক্ষিণ হাওড়া, ডোমজুড় ও শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে যোগদান করলেন। শিবসেনার দাবি, আগামী হাওড়া পুরসভা ভোটে এবং কলকাতা পুরভোটে তারা সবকটি আসনেই এককভাবে প্রার্থী দেবে।
তাদের লড়াই হবে বিজেপি, তৃণমূল ও অন্যান্যদের বিরুদ্ধে। হাওড়া পুর এলাকায় পানীয় জল, রাস্তাঘাট, নিকাশী, স্বাস্থ্য, সাফাই সহ আইনশৃঙ্খলা প্রমুখ বিভিন্ন সমস্যা রয়েছে। সেই সমস্যার কথা তুলে ধরেই আগামী পুরভোটে তারা লড়তে চান বলে জানান তারা। এদিনের সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক অশোক সরকার, হাওড়া সদরের সাধারণ সম্পাদক সুদীপ্ত সোম, সদরের সভাপতি বুবাই পাল, সহ সভাপতি অরিন্দম রাহা উপস্থিত ছিলেন।