এই মুহূর্তে জেলা

ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের বিজেপির শ্রমিক ইউনিয়ন এর অফিস পুনঃদখল করতে গেলে উত্তেজনা।

উঃ২৪পরগনা,২২ জানুয়ারি:- গতকাল ভাটপাড়া পৌরসভা তৃনমুল পুনুরুদ্ধারের পরই ভাটপাড়ায় অশান্তি ছড়াচ্ছে।গতকাল রাত্রে গোলঘোর সুন্দিয়া মোড়ে তৃনমুল বিজেপির থেকে তাদের দলীয় কাযা’লয় পুনুরুদ্ধারের পরই আজ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের বিজেপির শ্রমিক ইউনিয়ন এর অফিস পুনঃদখল করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সম’থিত শ্রমিকরা। তাদের অভিযোগ গতকাল রাত থেকে এলাকায় তৃনমুল আশ্রিত গুন্ডারা বোম এবং পিস্তল নিয়ে এলাকায় সবাই কে শাসাচ্ছ। কয়েকজন প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ঘরে ঢুকিয়ে দেয়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                           লাঠির ঘায়ে আহত তিন জন শ্রমিক মহলের বাসিন্দা। তবে শ্রমিক পরিবারের অভিযোগ তাদের ভয় দেখিয়ে তৃনমুল করতে বলা হচ্ছে। এই ঘটনার পর আজ ওই এলাকায় আসেন,ভাটাপাড়ার বিধায়ক পবন সিং।পবন সিং হুমকি দেন অবিলম্বে পুলিশ কোন ব্যবস্থা না নিলে লাগাতার অনির্দিষ্ট কালের জন্য থানা ঘেরাও এবং পথ অবোরোধ চলবে। তবে তৃনমুলের ভাটপাড়ার অব্জার্ভার দেব জ্যোতি ঘোস বলেন,এইসব পাটী’ অফিসগুলি তৃনমুলের ছিলো।বিজেপি দখল করেছে।আর ওদের বসার লোক নেই, ওরা নিজেরাই চাবি দিয়ে যাচ্ছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.