অঞ্জন চট্টোপাধ্যায়,১৯ জানুয়ারি:- ভাগ্য সহায় ছিল না লাল-হলুদের। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে আই লিগের প্রথম ডার্বি জিতল মোহনবাগান। দেশোয়ালি কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো। ম্যাচের সামগ্রিক পরিসংখ্যান নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসলে দেখা যাবে ম্যাচের শেষ ২০ মিনিট রাজত্ব করেছে ইস্টবেঙ্গল। আর তাতেই দু’গোলে এগিয়ে যাওয়া ম্যাচ জিততে শেষদিকে কালঘাম ছুটল কিবুর দলের।
রবিবাসরীয় যুবভারতীতে প্রথমার্ধ জুড়ে শুধুই মোহনবাগান। মাঝমাঠে ফুল ফোটালেন জোসেবা বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরা। পাশাপাশি নংদম্বা নাওরেম নামক তারকার জন্ম দিয়ে গেল এদিনের বড় ম্যাচ। বিষাক্ত দৌড়, তুখোড় ড্রিবলে লাল-হলুদ ডিফেন্সকে মাটি ধরালেন এই মণিপুরী। সঙ্গে রক সলিড ড্যানিয়েল সাইরাসের নেতৃত্বাধীন বাগান ডিফেন্সে প্রথমার্ধে এদিন এতটুকু আঁচড় কাটতে ব্যর্থ ইস্টবেঙ্গলের অপেক্ষাকৃত দুর্বল আক্রমণভাগ। গোকুলাম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে ডার্বির ঘুঁটি সাজিয়েছিলেন লাল- হলুদ কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই বড় ম্যাচে মাঠে নেমেছিলেন কিবু ভিকুনা। ম্যাচের ১৮ মিনিটে লাল-হলুদ ডিফেন্সের ডেডলক ভাঙে মোহনবাগান। বামপ্রান্ত ধরে সাইডব্যাক কমলপ্রীত সিংকে একপ্রকার বোকা বানিয়ে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা জোসেবা বেইতিয়ার জন্য বল সাজিয়ে দেন নাওরেম। গোলরক্ষককে একা পেয়ে ফাঁকা গোলে হেডে বল জড়িয়ে দেন অরক্ষিত বেইতিয়া। গোল খেয়ে হতোদ্যম লাল-হলুদ খেই হারিয়ে ফেলে। সেই সুযোগে ইনসিওরেন্স গোল তুলে নেওয়ার লক্ষ্যে থাকলেও প্রথমার্ধে আর গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারেনি বাগান। তবে জারি ছিল তাদের দৃষ্টিনন্দন ফুটবল। প্রতিটি বিভাগে চিরপ্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে যুবভারতীতে তখন তরতরিয়ে ছুটছে পালতোলা নৌকো। প্রিয় ক্লাবের সঙ্গে এটিকে’র সংযুক্তিকরণের প্রসঙ্গ ভুলে ‘মোহনবাগান…মোহনবাগান…’ শব্দব্রহ্মে তখন ফেটে পড়ছে গ্যালারি।Related Articles
আইপিএলের প্রস্তুতি শুরু ফ্র্যাঞ্চাইজি মালিকদের ।
স্পোর্টস ডেস্ক , ৭ আগস্ট:- বিসিসিআইয়ের নির্দেশিকা মেনেই আইপিএলের প্রস্তুতি শুরু করে দিল ফ্র্যাঞ্চাইজিগুলি । ভারত ছাড়ার আগে সব ক্রিকেটারদের এক জায়গায় জড়ো হতে বলা হয়েছে বলে সূত্রের খব র। করোনা পরিস্থিতিতে বিসিসিআইয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর বা এসওপি অনুযায়ী আইপিএলের প্রস্তুতি নিতে ২০ অগাস্টের পর সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছবে দলগুলি। আরবে পৌঁছনোর আগে সব দলের […]
রাজ্য সরকারি কর্মীদের সুখবর সরস্বতী পূজোয় ছুটি ঘোষণা রাজ্যের।
প্রদীপ সাঁতরা২৭ জানুয়ারি:- রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ৩০ ও ৩১ তারিখ সরস্বতী পুজোর ছুটি সঙ্গে সঙ্গে ২৯ তারিখ অর্থাৎ বুধবারও সরস্বতী পূজার কারণে ছুটি থাকবে সরকারি কর্মচারীদের। বুধবার অর্থাৎ ২৯ তারিখ সারাদিন পঞ্চমী থাকায় বেশিরভাগ জায়গাতেই সরস্বতী পুজো হবে সেইদিন এই কারণে মূলত ছুটি ঘোষণা মাননীয়া মুখ্যমন্ত্রীর।অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র যথাক্রমে ২৯ […]
মুখ্যমন্ত্রীকে অপমান! চুঁচুড়া ঘড়ির মোরে তৃনমূলের বিক্ষোভ।
হুগলি, ৮ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে গিরিরাজ সিং এর মন্তব্য, বিক্ষোভ মহিলা তৃনমূল কংগ্রেসের। নির্লজ্জ বেহায়া গিরিরাজ, মোদী বাবু ক্ষমা চাও, মমতার অপমান মা বোনেদের অপমান লেখা পোস্টার গলায় ঝুলিয়ে বিক্ষোভ তৃনমূল মহিলা কর্মিদের। শুভেন্দুর মমতা চোর লেখা টি শার্টের পাল্টা বাংলার পকেটমার শুভেন্দু লেখা টি শার্ট পরে বিক্ষোভ তৃনমূল বিধায়ক ও কর্মিদের। Post […]