অঞ্জন চট্টোপাধ্যায়,১৯ জানুয়ারি:- ভাগ্য সহায় ছিল না লাল-হলুদের। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে আই লিগের প্রথম ডার্বি জিতল মোহনবাগান। দেশোয়ালি কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো। ম্যাচের সামগ্রিক পরিসংখ্যান নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসলে দেখা যাবে ম্যাচের শেষ ২০ মিনিট রাজত্ব করেছে ইস্টবেঙ্গল। আর তাতেই দু’গোলে এগিয়ে যাওয়া ম্যাচ জিততে শেষদিকে কালঘাম ছুটল কিবুর দলের।
রবিবাসরীয় যুবভারতীতে প্রথমার্ধ জুড়ে শুধুই মোহনবাগান। মাঝমাঠে ফুল ফোটালেন জোসেবা বেইতিয়া, ফ্রান গঞ্জালেসরা। পাশাপাশি নংদম্বা নাওরেম নামক তারকার জন্ম দিয়ে গেল এদিনের বড় ম্যাচ। বিষাক্ত দৌড়, তুখোড় ড্রিবলে লাল-হলুদ ডিফেন্সকে মাটি ধরালেন এই মণিপুরী। সঙ্গে রক সলিড ড্যানিয়েল সাইরাসের নেতৃত্বাধীন বাগান ডিফেন্সে প্রথমার্ধে এদিন এতটুকু আঁচড় কাটতে ব্যর্থ ইস্টবেঙ্গলের অপেক্ষাকৃত দুর্বল আক্রমণভাগ। গোকুলাম ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনে ডার্বির ঘুঁটি সাজিয়েছিলেন লাল- হলুদ কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই বড় ম্যাচে মাঠে নেমেছিলেন কিবু ভিকুনা। ম্যাচের ১৮ মিনিটে লাল-হলুদ ডিফেন্সের ডেডলক ভাঙে মোহনবাগান। বামপ্রান্ত ধরে সাইডব্যাক কমলপ্রীত সিংকে একপ্রকার বোকা বানিয়ে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা জোসেবা বেইতিয়ার জন্য বল সাজিয়ে দেন নাওরেম। গোলরক্ষককে একা পেয়ে ফাঁকা গোলে হেডে বল জড়িয়ে দেন অরক্ষিত বেইতিয়া। গোল খেয়ে হতোদ্যম লাল-হলুদ খেই হারিয়ে ফেলে। সেই সুযোগে ইনসিওরেন্স গোল তুলে নেওয়ার লক্ষ্যে থাকলেও প্রথমার্ধে আর গোলসংখ্যা বাড়িয়ে নিতে পারেনি বাগান। তবে জারি ছিল তাদের দৃষ্টিনন্দন ফুটবল। প্রতিটি বিভাগে চিরপ্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে যুবভারতীতে তখন তরতরিয়ে ছুটছে পালতোলা নৌকো। প্রিয় ক্লাবের সঙ্গে এটিকে’র সংযুক্তিকরণের প্রসঙ্গ ভুলে ‘মোহনবাগান…মোহনবাগান…’ শব্দব্রহ্মে তখন ফেটে পড়ছে গ্যালারি।Related Articles
প্লাবিত খানাকুলের বিস্তৃর্ন এলাকা , মানুষের যাতায়াত ব্যবস্থার অন্যতম মাধ্যম নৌকাই।
মহেশ্বর চক্রবর্তী, ১৯ সেপ্টেম্বর:- সারি সারি দিয়ে রাস্তার পাশে বাস দাঁড়িয়ে আছে। কিন্তু যাত্রীবাহি বাসে না গিয়ে নৌকা করেই যাতায়াত করতে হচ্ছে নিরুপায় মানুষ জনদের। এই ঘটনাটি ঘটতে দেখা যাচ্ছে হুগলির প্লাবিত খানাকুলে। শরতের মেঘ ঘনীভূত হয়ে টানা তিন চারদিন বৃষ্টির জেড়ে খানাকুলের বিস্তৃর্ন এলাকা প্লাবিত হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় সুত্রে জানা […]
ট্রেনে চেপে প্রচার লকেটের।
সুদীপ দাস , ৭ এপ্রিল:-ট্রেনে চেপে প্রচার সারলেন চুঁচুড়া বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। বুধবার সকাল ৯টা ৫এর ব্যান্ডেল লোকালে তিনি ওঠেন। তার অগে অবশ্য ব্যান্ডেলের টিকিট কাউন্টারে দাঁড়িয়ে নিজের টিকিট কাটেন। এরপর দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ট্রেনে চাপেন। ট্রেনের সাধারন যাত্রীদের কাছে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানান। ব্যান্ডেল থেকে হুগলী স্টেশন পেরিয়ে চুঁচুড়া স্টেশনে […]
রাজ্যের লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন প্রাক্তন বিচারপতি অসীম রায়।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অসীম রায় আরেকটি মেয়াদের জন্য রাজ্যের লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে এক বৈঠকে আগামী তিন বছরের জন্য তাঁকে লকায়ুক্ত হিসাবে নিয়োগ করা হল। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন একই সঙ্গে আজ রাজ্যের মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সনের নামও চূড়ান্ত করা হয়েছে। কলকাতা […]