এই মুহূর্তে কলকাতা

বাংলার ভোট সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন বিষয় পি,এস,সির প্রশ্নপত্রে উঠে আসায় নিন্দার ঝড় নানা মহলে।

কলকাতা , ১০ আগস্ট:- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সাম্প্রতিক প্রশ্নপত্রে উঠে আসা বিষয় নিয়ে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের ভোট সন্ত্রাস থেকে আরম্ভ করে কৃষক আন্দোলনের মতো বিভিন্ন বিষয়বস্তুকে যেভাবে ওই প্রশ্নপত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে নিন্দার ঝড় উঠেছে নানা মহলে। শুধুমাত্র ইউপিএসসি এর মত একটি সংবিধানসম্মত সংস্থার উপর নিয়ন্ত্রণ কায়েম বা রাজনীতি করণ নয়। যে প্রশ্নপত্রে এই সব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে আরও একটি বড় প্রশ্ন উঠে এসেছে। কারণ এই প্রশ্নপত্র ছিল কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে অফিসার নিয়োগের। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে নিরাপত্তা আইন শৃংখলা থেকে ভোট পরিচালনার একটি বড় ভূমিকা থাকে কেন্দ্রীয় আধাসেনার।তাই প্রশ্ন উঠেছে খুব সন্ত্রাস বা কৃষক আন্দোলনের মতো বিষয় পরীক্ষার্থীদের মতামত জানতে চেয়ে আদতে কি বাহিনীতে শুধুমাত্র নিজেদের মতাদর্শে বিশ্বাসীদেরই ওই সব পদে নিয়োগ করতে চাইছে কেন্দ্র?

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইউ পি এস সির কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগের পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বেঁধেছে বিতর্ক। পরীক্ষায় পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস প্রসঙ্গে ২০০ শব্দের একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। শুধু তাই নয় দেশের কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা, দেশে রাজনীতি একটি পারিবারিক ব্যবসায় পরিণত হচ্ছে কিনা তার পক্ষে বা বিপক্ষে প্রতিবেদন লিখতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রথম থেকেই সরব বিজেপি। পাশাপাশি অন্যান্য যে সমস্ত বিতর্কিত বিষয়গুলোতে প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের মতামত চাওয়া হয়েছে সেগুলোও সাম্প্রতিককালে বিজেপিরই প্রচারের ইস্যু। সুতরাং সংগত কারণেই ইউপিএসসি র এই প্রশ্ন পত্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।