এই মুহূর্তে কলকাতা

প্রগতির গতি নিয়ে বাচিক সন্ধ্যা।

 

প্রদীপ সাঁতরা,১৬ জানুয়ারি:- গত বুধবার  সন্ধ্যায় কলকাতার জীবনানন্দ সভাঘর এ প্রগতি তার অনুষ্ঠানের গতির ডালি দিয়ে আবৃত্তি, শ্রুতিনাটক ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে পালন করলো এক সুন্দর বাচিক সন্ধ্যা। উক্ত সন্ধ্যার অনুষ্ঠানের মঞ্চের আসনে উজ্জ্বল উপস্থিত ছিলেন ডাঃ কৌশিক রায়চৌধুরী মহাশয়। এই বাচিক সন্ধ্যার মঞ্চে অংশগ্রহনে ছিলেন আবৃত্তি ও কবিতায় প্রদীপ দত্ত, দেবশ্রী পাঠক, কুমকুম বোস, মানসী ভট্টাচার্য, মহুয়া দাস, অপর্ণা ঘোষ। ওনাদের সুমধুর পরিবেশনায় উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছে ।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                                     এছাড়া শ্রুতি নাটকে ছিলেন অভিজ্ঞান, সুশাব্দিক, বারাসাত ত্রিধারা ও আলামবাজার সৃজনী সাংস্কৃতিক চক্রের মতো নামকরা সব নাট্য সংস্থা। তাদের সদস্যদের দিয়ে শ্রুতি মধুর নানা রসের নাটক পরিবেশন করেন। এই বাচিক সন্ধ্যার মঞ্চে ডাঃ কৌশিক রায় চৌধুরীর লেখা এক অনবদ্য উল্লেখ্য যোগ্য ভালোবাসার নাটক যা চৈতালি মল্লিক তার সুমধুর কন্ঠের মাধ্যমে পাঠ করে শুনিয়ে উপস্থিত সকল দর্শকের হৃদয় ভরিয়ে দেন। উক্ত বাচিক সন্ধ্যার সমগ্র অনুষ্ঠানের আবহে ছিলেন সোমনাথ দাস এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন চৈতালি মল্লিক। প্রগতির এই বাচিক সন্ধ্যার সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় ছিলেন শৈবাল চ্যাটার্জী এবং সহযোগিতায় ছিলেন শোভন ব্যানার্জী।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.