এই মুহূর্তে জেলা

শিলিগুড়িতে দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে,ব্যাপক চাঞ্চল্য।

 

দার্জিলিং,১৬ জানুয়ারি:- নিজের দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় শহর শিলিগুড়িতে। বুধবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩১ নম্বর ওয়ার্ডের শীতলা পাড়ায়। মৃত ব্যক্তির নাম কেশব মণ্ডল। জানা গিয়েছে যে নারায়ণ মণ্ডল নামে অভিযুক্ত ভাই দীর্ঘ দিন ধরেই পরিবারের সদস্যদের উপর অত্যাচার করতো। এবং বুধবার দুপুরে দাদা কেশব মণ্ডলের সঙ্গে হঠাৎই ঝগড়া লাগে নারায়ণ মণ্ডলের। এরপর কেশব বাবুকে বাটাম ও কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এবং এই দেখে অভিযুক্ত নারায়ন মন্ডলকে স্থানীয়রা ধরে দড়ি দিয়ে বেঁধে রাখে। এরপর তরীঘরী খবর দেন এনজেপি থানার পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। এরপর পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এবং গোটা ঘটনার তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত ব্যক্তিকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.