এই মুহূর্তে জেলা

সব সম্প্রদায়ের মিলন মেলার নামই হল “সিঙ্গুর মেলা”।

হুগলি,১২ জানুয়ারি:- ১৮ তম বর্ষের ‘সিঙ্গুর-মেলা’। এই মেলা ঐতিহ‍্যের মেলা ও সিঙ্গুরের মেলা মিলন মেলা বলে পরিচিত। সব ধর্মের, সব সম্প্রদায়ের মিলন মেলার নামই হল “সিঙ্গুর মেলা”। রবিবার (১২/০১/২০২০) বনা’ঢ‍্য শোভাযাত্রা সংগঠিত হয়। দুপুর ৩টে নাগাদ দলুইগাছা হোটেলধার থেকে কল্পনা সিনেমা হল পর্যন্ত এই শোভাযাত্রা হয়। আগামী শনিবার অর্থাৎ 18 তারিখ থেকে শুরু হবে এই মেলা। চলবে ২৭ শে জানুয়ারি পর্যন্ত। মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শেষ দিনে সদস্যদের ভোজন আপ্যায়নের ব্যাবস্হা রয়েছে। সিঙ্গুর মেলার সভাপতি তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না বলেন, জনতার আনন্দ নিকেতন হচ্ছে সিঙ্গুর মেলা। সব ধর্মের মানুষ জাতি ভেদাভেদ ভুলে আজকের শোভাযাত্রায় অংশ নিয়েছিল। রাজ্যের জনতা যে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে রয়েছে এদিনের শোভাযাত্রা তা সিঙ্গুরের মাটিতে প্রমাণ করে দিয়েছে। এই শোভাযাত্রা থেকে সাধারণ মানুষের প্রতি একটাই বার্তা এই রাজ্যে নাগরিকত্ব বিল মানা হবে না।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.