এই মুহূর্তে জেলা

দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রার পরেই ঝাড়গ্রাম জেলা বিজেপির ভাঙ্গন, তৃণমূলে যোগদান ৪৬০০কর্মী সমর্থক। 

 

ঝাড়গ্রাম,১১ জানুয়ারি:-  দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রার পরেই ঝাড়গ্রাম জেলা বিজেপির ভাঙ্গন দেখা দিল ঝাড়গ্রামে। শনিবার ঝাড়গ্রাম শহরের ডিএম হলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বিজেপির চার হাজার ছশো (৪৬০০)কর্মী সমর্থকরা। বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের জেলা সভাপতি বীরবাহা সরেন টুডু। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক নেতৃত্ব। তৃণমূলে যোগদানের পর বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলে সদ্য যোগদানকারী বিজেপির প্রাক্তন কর্মী-সমর্থকরা। শনিবার ঝাড়গ্রাম শহরের ডিএম হলে তৃণমূলের জেলা সভাপতি বীরবাহা সরেন টুডু তৃণমূলের দলীয় পতাকা বিজেপি কর্মীদের হাতে তুলে দেন। যোগদানের পর বিজেপির প্রাক্তন ঝাড়গ্রাম জেলা বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা সুব্রত নন্দী বলেন বলেন, ‘বিজেপি একটি সাম্প্রদায়িক দল, সারা দেশে আগুন লাগিয়ে দিয়েছে।’

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.