হাওড়া,৯ জানুয়ারি:- জনসংযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে মানুষের সুবিধা-অসুবিধার কথা জানতে চেয়ে তাদের পাশে দাঁড়াতে “দিদিকে বলো” কর্মসূচি নিয়েছে দল। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই হাওড়াতেও পথে নেমে পড়েছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। শুক্রবার হাওড়ার ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর চৈতালি বিশ্বাসের উদ্যোগে রামলোচন শায়র স্ট্রিটে “দিদিকে বলো” কর্মসূচি পালিত হয়। এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বহু দলীয় কর্মী হাজির ছিলেন। সাধারণ মানুষ তাদের সুবিধা অসুবিধার কথা এলাকার প্রাক্তন পুরমাতার কাছে তুলে ধরেন। রামলোচন শায়র স্ট্রিটে একটি টয়লেটের প্রয়োজন বলে স্থানীয়েরা জানান। চৈতালিদেবী সেই সমস্যা সমাধানের পাশাপাশি আলোর ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। এই কর্মসূচির পাশাপাশি এদিন ওয়ার্ডের শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র প্রদান করা হয়।








