এই মুহূর্তে জেলা

 বাজি নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ নৈহাটিতে, তীব্রতার আঁচে ক্ষয়ক্ষতি চুঁচুড়ায়।


 

হুগলী,৯ জানুয়ারি:- নিষ্ক্রিয় বাজি ফাটাতে গিয়ে বিপত্তি ঘটালো পুলিশ ৷ নৈহাটিতে বেআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিকট শব্দে তীব্র বিস্ফোরণ ৷ নৈহাটির রামঘাট এলাকায় বিস্ফোরণের শব্দে ভাঙল বহু বাড়ির জানলার কাচ৷ শুধু নৈহাটিই নয় ৷ বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে গঙ্গার ওপাড়েও চুঁচুড়াতেও বহু বাড়ির জানলার কাচ ভেঙে পড়ে৷ বিস্ফোরণের বিকট শব্দে তীব্র আতঙ্ক ছড়িযে পড়ে নৈহাটি-সহ পার্শ্ববর্তী এলাকায়৷ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা ৷ নৈহাটির দেবক-সহ পার্শ্ববর্তী এলাকা থেকে গত কয়েকদিন ধরেই বিপুল প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি ও বারুদ বাজেয়াপ্ত করে পুলিশ ৷

There is no slider selected or the slider was deleted.

                                                                             সেই বাজি ও বারুদ নিষ্ক্রিয় করতে গঙ্গার পাড়ে নৈহাটির রামঘাটে নিয়ে যায় পুলিশ৷ বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই ঘটে যায় বিপত্তি৷ বিস্ফোরণের প্রবল শব্দ কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা৷ এমনকী বিস্ফোরণের জেরে গঙ্গার ওপারেও চুঁচুড়ায় বহু বাড়ির কাচ ভেঙে যায়৷ এভাবে বাজি নিষ্ক্রিয় করার পদ্ধতিতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী৷ পুলিশের বিরুদ্ধে পথে নেমে শুরু হয় বিক্ষোভ৷ নৈহাটিতে পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর চালায় ক্ষুব্ধ বাসিন্দারা৷ ভাঙচুর চালিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ নৈহাটিতে পথ অবরোধ শুরু করে এলাকাবাসী ৷ এদিকে হুগলির সিপিকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনায় দুই পারেই তিব্র অাতঙ্ক ছরিয়েছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.