হাওড়া,৯ জানুয়ারি:- শনিবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের সফরে হাওড়ার বেলুড় মঠে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের কলকাতা সফরে এসে বেলুড় মঠেও আসবেন তিনি। শনিবার ১১ জানুয়ারী সন্ধ্যায় বেলুড় মঠে তার ঘন্টাখানেক কাটানোর কথা। এখানে এসে তিনি মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর কলকাতা সফরসূচিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ৫৫ মিনিট পর্যন্ত বেলুড় মঠে থাকবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী শনিবার বেলুড় মঠে রওনা হওয়ার আগে তিনি মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া সেতুর লাইট অ্যান্ড সাউন্ড বা আলোকধ্বনি প্রকল্পের সূচনা করবেন। সেখান থেকেই তিনি সড়কপথে আসবেন বেলুড় মঠে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনের তরফ থেকে নিশ্চিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর বেলুড় মঠ সফর উপলক্ষে প্রস্তুতি এখন তুঙ্গে।







