এই মুহূর্তে জেলা

ফের মানবিক মুখ্যমন্ত্রী , পদযাত্রা থামিয়ে জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে।

উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- ফের মানবিকতার নিরিখে জিতে গেলেন মুখ্যমন্ত্রী। পদযাত্রা থামিয়ে জায়গা করে দিলেন অ্যাম্বুলেন্সকে। মানুষের পাশে দাঁড়িয়ে ফের একবার প্রমাণ করলেন তিনি মানুষের নেত্রী। প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি অ্যাম্বুলেন্স চালককে বলেছিলেন, “এখান দিয়ে যেতে দেওয়া যাবে না। লোকে রাস্তায় বসে রয়েছে। ডিসটার্ব হয়ে যাবে। ঘুরিয়ে অন্য দিক দিয়ে নিয়ে যান।’’ এই মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেলেও দিলীপবাবু জানান, তিনি তার উক্তি নিয়ে একটুও অনুতপ্ত নন। এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে আজ পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত পদযাত্রা করেন তিনি। উপস্থিত ছিলেন সুজিত বসু, মমতাবালা ঠাকুর এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

<img class=”alignnone size-full wp-image-1661″ src=”http://khaborsojasapta.com/wp-content/uploads/2020/01/pouro1254870.jpg” alt=”” width=”800″ height=”400″ />