এই মুহূর্তে জেলা

সাসপেনসন অব ওয়ার্ক এর নোটিস ঝোলালো নর্থ ব্রুক জুট মিলে কর্তৃপক্ষ।

হুগলী,৭ জানুয়ারি:- চাপদানি নর্থ ব্রুক জুট মিলে সাসপেনসন অব ওয়ার্ক এর নোটীশ ঝুলিয়ে দিল মিল কর্তৃপক্ষ। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। ১৬ ডিসেম্বর থেকে অচলাবস্থার সৃস্টি হয়েছিল প্রডাকসন কে কেন্দ্র করে। পাট ঘরে ১২ জন শ্রমিকের জায়গায় ৬ জন শ্রমিক কাজ করছে।আবার সেখান থেকে আরও দুজন শ্রমিককে সরিয়ে দিচ্ছে। শুধু পাট ঘর নয় ফিনিসিং ওয়েন্ডিং সহ অন্যান্য ডিপার্টমেন্টে একই অবস্থা। তাই শ্রমিকেরা বলেছিল কাজের লোড না কমালে কাজ করব না। কিন্তু ম্যানেজমেন্ট শ্রমিকদের কথা না শুনে মিল বন্ধের সিদ্ধান্ত নিয়ে নিল।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.