হুগলি,৪ জানুয়ারি:- রেল বিক্রির প্রতিবাদে,এয়ার ইন্ডিয়া বিক্রির প্রতিবাদে,রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রির প্রতিবাদে প্রতিবাদে,অনৈতিক ছাঁটাই রোধ করতে,রাজ্য ও দেশ বাঁচাতে,কন্ট্রাক্টর ওয়ার্কার’দের স্থায়ীকরনের দাবিতে,শ্রম আইন ও পরিবহন আইন সংশোধন বাতিল করার দাবিতে,অর্ডন্যান্স ফ্যাক্টরি বিক্রি ঠেকাতে,সরকারি ব্যাঙ্ক বিক্রি ঠেকাতে,LIC বিক্রি ঠেকাতে,বেকারের চাকরীর দাবীতে,শিল্প ও কর্মস্থাপনের দাবীতে,অর্থনীতির হাল ফেরানোর দাবীতে,নারী নির্যাতনের বিরুদ্ধে ও নারী সুরক্ষার দাবীতে,NPR,NRC,CAA-এর বিরুদ্ধে,শ্রমিকের নূন্যতম মাসিক ২১০০০/- টাকা মজুরি ও সকলের জন্য মাসিক ১০০০০/- টাকা পেনশন-এর দাবিতে,
নিত্য প্রয়োজনী সামগ্রীর মুল্যবৃদ্ধি রোধ করতে,সার্বজনীন গনবণ্টন ব্যবস্থা চালুর দাবিতে,সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সমকাজে সমবেতনের দাবীতে,শ্রমিক বিরোধী,দেশ বিরোধী,জনবিরোধী সরকারের বিরুদ্ধে,বন্ধ কারখানা খুলতে হবে এবং রুগ্ন কারখানা পুনরুজ্জীবিত করতে হবে,কলকাতা ও হলদিয়া বন্দরের পুনরুজ্জীবন করতে হবে,মোদি ও মমতার অশুভ আঁতাত ধ্বংস করতে,সাম্প্রদায়িক বিজেপি’র বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে,রাজ্য ও দেশ বাঁচাতে,সব পেটে ভাত চাই ও সব হাতে কাজ চাই,কম খরচে সবার জন্য শিক্ষার দাবিতে CITU সহ ১৭টি বামপন্থী শ্রমিক সংগঠন ও জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকে আগামী ৮ই জানুয়ারি(বুধবার) সারা ভারত ধর্মঘটের সমর্থনে CITU হুগলী জেলা কমিটির আহ্বানে আজ ডানকুনি মাইতি পাড়া থেকে বৈদ্যবাটি পর্যন্ত যে বাইক র্যালী ।