এই মুহূর্তে জেলা

ভারত বন্ধের সমর্থনে ডানকুনি থেকে বৈদ্যবাটি পর্যন্ত সিটুর প্রতিবাদ মিছিল।


হুগলি,৪ জানুয়ারি:- রেল বিক্রির প্রতিবাদে,এয়ার ইন্ডিয়া বিক্রির প্রতিবাদে,রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রির প্রতিবাদে প্রতিবাদে,অনৈতিক ছাঁটাই রোধ করতে,রাজ্য ও দেশ বাঁচাতে,কন্ট্রাক্টর ওয়ার্কার’দের স্থায়ীকরনের দাবিতে,শ্রম আইন ও পরিবহন আইন সংশোধন বাতিল করার দাবিতে,অর্ডন্যান্স ফ্যাক্টরি বিক্রি ঠেকাতে,সরকারি ব্যাঙ্ক বিক্রি ঠেকাতে,LIC বিক্রি ঠেকাতে,বেকারের চাকরীর দাবীতে,শিল্প ও কর্মস্থাপনের দাবীতে,অর্থনীতির হাল ফেরানোর দাবীতে,নারী নির্যাতনের বিরুদ্ধে ও নারী সুরক্ষার দাবীতে,NPR,NRC,CAA-এর বিরুদ্ধে,শ্রমিকের নূন্যতম মাসিক ২১০০০/- টাকা মজুরি ও সকলের জন্য মাসিক ১০০০০/- টাকা পেনশন-এর দাবিতে,

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                           নিত্য প্রয়োজনী সামগ্রীর মুল্যবৃদ্ধি রোধ করতে,সার্বজনীন গনবণ্টন ব্যবস্থা চালুর দাবিতে,সুপ্রীম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী সমকাজে সমবেতনের দাবীতে,শ্রমিক বিরোধী,দেশ বিরোধী,জনবিরোধী সরকারের বিরুদ্ধে,বন্ধ কারখানা খুলতে হবে এবং রুগ্ন কারখানা পুনরুজ্জীবিত করতে হবে,কলকাতা ও হলদিয়া বন্দরের পুনরুজ্জীবন করতে হবে,মোদি ও মমতার অশুভ আঁতাত ধ্বংস করতে,সাম্প্রদায়িক বিজেপি’র বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে,রাজ্য ও দেশ বাঁচাতে,সব পেটে ভাত চাই ও সব হাতে কাজ চাই,কম খরচে সবার জন্য শিক্ষার দাবিতে CITU সহ ১৭টি বামপন্থী শ্রমিক সংগঠন ও জাতীয় কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকে আগামী ৮ই জানুয়ারি(বুধবার) সারা ভারত ধর্মঘটের সমর্থনে CITU হুগলী জেলা কমিটির আহ্বানে আজ ডানকুনি মাইতি পাড়া থেকে বৈদ্যবাটি পর্যন্ত যে বাইক র‍্যালী ।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.