উঃ২৪পরগনা,২৭ ডিসেম্বর:- নৈহাটি উৎসব এর শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নৈহাটি উৎসবে উপস্থিত ছিলেন একাধিক মন্ত্রী ও জেলাশাসক এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুরের অবজারভার সুবোধ অধিকারী নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক সহ একাধিক নেতৃত্ব। উদ্বাস্তুদের হাতে আজ তুলে দেয়া হলো পাট্টা দলিল।বাংলার সব উদ্বাস্তুকে তিনি স্বীকৃতি দিয়েছেন। শুক্রবার নৈহাটির সভায় এই দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, উদ্বাস্তুরা যাতে নিঃশর্ত জমির দলিল পান তার জন্য তিনি যাদবপুর থেকে জেতার পরই লড়াই করেছেন। আমরা সবাইকে নিয়ে কাজ করি। ১৯৭০ সালে যাঁরা এসেছেন, তাঁরা সবাই প্রকৃত নাগরিক। বিজেপির নাম না করে তিনি বলেন, কিছু রাজনৈতিক দল বলছে নাগরিকত্ব দেবে। কত নাগরিককে নাগরিকত্ব দেবে ওরা। তাদের অপপ্রচারে কান না দিতে বলেন তিনি।







