হাওড়া,২১ ডিসেম্বর:- শনিবার সকালে হাওড়ায় ২৫ নং ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচীতে গিয়ে এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেলেন সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন হাওড়া পুরনিগমের ওই ওয়ার্ডের দুটি জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মন্ত্রী এলাকার নাগরিকদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে জানতে চান। একেবার ঘরোয়া মেজাজে কথা বলেন অরূপবাবু। মন্ত্রীকে সামনে পেয়ে অনেকেই ওয়ার্ডের সুইমিং পুলের কাজের অগ্রগতি নিয়ে জানতে চান। আলোচনায় নিকাশী, পানীয় জল, রাস্তাঘাট, জঞ্জাল সাফাইয়ের মতো বিভিন্ন নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয় উঠে আসে। মন্ত্রীর সঙ্গে মানুষের কথা বলতে এলাকাবাসীদের উৎসাহ ছিল এদিন চোখে পড়ার মতো। মন্ত্রীকে সামনে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও।
তাঁরা মন্ত্রীকে জানান এই ওয়ার্ডে সব ধরনের নাগরিক পরিষেবা তাঁরা পেয়েছেন। মধ্য হওড়া বিধানসভা কেন্দ্রের ২৫ নং ওয়ার্ডে এই “দিদিকে বলো” কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রীর আপ্তসহায়ক সুপ্রীতি চট্টোপাধ্যায়, ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা ও বরো চেয়ারম্যান বিশ্বনাথ দাস, তৃণমূল নেতা অয়ন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।