এই মুহূর্তে জেলা

হাওড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ২। জখম ২।

 

হাওড়া,২০ ডিসেম্বর:- বৃহস্পতিবার রাতে হাওড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ২ জন। প্রথম ঘটনাটি ঘটে কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা ব্রিজের কাছে। রাত সাড়ে ১২টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়। অপর ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার ইস্ট – ওয়েস্ট বাইপাসে। এই ঘটনায় বাইক আরোহী এক যুবক সহ ইন্ডিকা গাড়ির চালক গুরুতর জখম হন। এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এরা রাতে জগাছার গড়ফা ব্রিজ ধরে বাবলাতলার দিকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে এরা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়লে পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসা একটি লরি এদের পিষে দেয়।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                 ঘটনাস্থলেই এদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সিদ্ধার্থ গঙ্গোপাধ্যায় (৪৬) হাওড়া পুরসভার সাফাই বিভাগের কর্মী ছিলেন। তিনি বরো-৪ এর কর্মী ছিলেন। বাড়ি কাসুন্দিয়া ২য় বাই লেনে। বাইকে ছিলেন সিদ্ধার্থবাবুর বন্ধু শেখ হাবিব। তিনি পেশায় মাংস ব্যবসায়ী। বাড়ি জগাছার বাবলাতলায়। রাতেই পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাতক লরির খোঁজ চলছে। অন্যদিকে, রাত ১টা নাগাদ অপর ঘটনাটি ঘটে হাওড়ার টিকিয়াপাড়ায় বিগ বাজারের সামনে। বাইকের সঙ্গে ইন্ডিকার সংঘর্ষে বাইক চালক ও ইন্ডিকা চালক জখম হন।

There is no slider selected or the slider was deleted.

                                                                                                                                                                                                                                               কুয়াশার কারণে ঘটনাটি ঘটেছে বলে মনে করা হলেও বাইক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। সূত্রের খবর, বাইক চালক হাওড়া উন্নয়ন সংস্থা’র ( এইচআইটি ) সহকারি ইঞ্জিনিয়ার পদে কর্মরত। তিনিও গুরুতর জখম হন। দুর্ঘটনায় ইন্ডিকা গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চালক জখম হন। রাতেই পুলিশ এদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাইক আরোহী ইছাপুরের দিকে আসছিলেন বলে জানা গেছে।

There is no slider selected or the slider was deleted.