হুগলী,১৬ ডিসেম্বর:- কোলকাতার মাঠে প্রতিভাবান প্লেয়ার সাপ্লাই ও উঠতি প্লেয়ারকে বাছাই করার উদ্দেশ্য নিয়ে ভদ্রেশ্বরে হয়ে গেল আন্ডার ১৬ দুই ব্যাপি ফুটবল টুর্নামেন্ট।ভদ্রেশ্বর ফ্রেন্ডস এসোসিয়েশনের পরিচালনায় ১৪ ও ১৫ই ডিসেম্বর তাদের ক্লাব মাঠে এই টুর্নামেন্টের আয়জন করা হয়। এবার সপ্তম বর্ষের এই টুর্নামেন্টে কোলকাতার পাশাপাশি জেলার বাইরে থেকে মোট ৮ টিমও অংশ নেয়।রবিবার নৈশলোকে ফাইনালে সোদপুরের ঘোলা এসোসিয়শন ও কোলকাতার এ সি র মধ্যে হয় ।
ফাইনালে ৭ /১ গোলে কোলকাতা এসি কে হারিয়ে দিয়ে চাম্পিয়ন হয় সোদপুর ঘোলা এসোসিয়শন। চাম্পিয়ন টিম কে ৩ হাজার ও রানার্স আপ কে ২ হাজার টাকা পুরস্কার মানি দেওয়া হয়, এছারাও ট্রফি তুলে দেওয়া হয় এই দুই টিমকে। এদিন ফাইনাল দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিখ্যাত প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। জেলায় ছোটদের এই ধরনের টুর্নামেন্টে উপস্থিত থাকতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন এদের মধ্যে প্রত্যেকের মধ্যে প্রতিভা রয়েছে। শুধু গাইড করে এদের তুলে আনতে হবে। এদিন এই টুর্নামেন্টের ফাইনালে মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিও উৎসাহ ছিল চোখে পরার মতো।