হাওড়া,১৬ ডিসেম্বর:- নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল করছে তৃণমূল। একই ইস্যুতে হাওড়াতেও পথে নামল দলের যুব সংগঠন। এদিন দুপুরে হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে জমায়েতের পর মিছিল করে হাওড়া জেলা তৃণমূল যুব কংগ্রেস। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে শান্তি মিছিল হয়। মিছিলে অংশ নেন হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অনুপম ঘোষ, তৃণমূল নেতা শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অরূপেশ ভট্টাচার্য, গৌতম চৌধুরী, অনুপ্লব ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল ফ্লাইওভার থেকে শুরু হয়ে হাওড়া থানা, বঙ্গবাসী মোড়, হাওড়া ময়দান, বাঙালবাবু ব্রিজ হয়ে পিলখানায় এসে শেষ হয়। কয়েক হাজার কর্মী সমর্থক এতে অংশ নেন। মিছিলে শ্লোগান ওঠে নো এনআরসি, নো ক্যাব।