হুগলী,১৪ ডিসেম্বর:- স্বর্গীয় চঞ্চল ভাট্টাচার্যের স্মৃতিতে চন্দননগর স্পোর্টিং এসোসিয়েশনের উদ্যোগে শুরু হয়েছে সি এ বি ইন্টার ডিস্টিক টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে, ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে।চন্দননগর বাজি পোরানো মাঠে মোট ১৮ টি জেলা নিয়ে চলছে খেলা। রঞ্জি খেলোয়ার থেকে শুরু করে মোহন বাগান ও ইষ্টবেঙ্গলের মতো নামি ক্লাবের প্লেয়ার এখানে খেলতে দেখা যাচ্ছে । প্রতিদিনই এই খেলা দেখতে মাঠে ভিড় উপচে পরছে। মাঠের পরিকাঠামো ও ব্যাবস্থাপনায় খুশি বাইরের জেলা থেকে অাসা প্লেয়ারেরা।







