হাওড়া,১৩ ডিসেম্বর:- পরপর দুটি গাড়িকে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে গেল একটি বেসরকারি বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। মারাত্মক আহত হয়েছেন ১৫ জন। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে আমতা মাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আমতা-এয়ারপোর্ট রুটের বাসটি আমতায় ফিরছিল। ১০নং বাসস্ট্যান্ড ছাড়বার পর চালকের সিটে চলে যায় কন্ডাকটর। চা খানা পার করে মাজারের কাছে সামনে ছিল একটি সরকারি চার চাকা গাড়ি ও স্কুটি। ব্রেক চেপে দাঁড় করানোর পরিবর্তে গিয়ারে পা দিয়ে দেওয়ায় বিপত্তি। সরকারি গাড়িটির পিছনে সজোরে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে যায়। ঘটনায় ১০জন বাস যাত্রী সহ সরকারি গাড়িতে থাকা ২আরোহী ও স্কুটি চালক সহ মোট ১৫ জন মারাত্মক আহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১। তবে বেসরকারি ভাবে মৃত্যু হয়েছে এক শিশু সহ দুই। আহতদের প্রত্যেককে স্থানীয় আমতা গ্রামীণ হাসপাতালে।
ঘটনাস্থলে ক্রেন এনে উল্টে যাওয়া বাসটিকে তোলা হয়। বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার দেওয়া চার চাকা গাড়িটির পিছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা চমকে যায়। প্রাথমিক ভাবে এলাকাবাসী ও দোকানদার এবং পাম্পের কর্মীরা উদ্ধারে ছুটে আসে। পরে ঘটনাস্থলে আসেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।