উঃ২৪পরগনা,১১ ডিসেম্বর:- বিয়ের দিন গ্রেপ্তার যুবক । অভিযোগ , অশোকনগর কল্যাণগড় পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রতিম সরকার সাত বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এক যুবতীকে।অভিযোগকারিণী মেয়ের মায়ের অভিযোগ , আমার মেয়েকে দীর্ঘদিন ধরে বিয়ে করবে বলে আশ্বাস দেয়। যখনই আমরা ছেলেটিকে বিয়ের কথা বলতাম তখনই সে বলত দুই মাস বা তিন মাস অপেক্ষা করতে হবে । তার পরে আমি বিয়ে করবো। আমি চাকরি পেলে বিয়ে করব।
এই করে কেটেছে সাতটা বছর। এদিন সকালে মেয়ের বাড়ির লোক জানতে পারে প্রীতম সরকার বিয়ে করছে অন্য এক মেয়ের সাথে। মেয়ের বাড়ির লোক অশোকনগর থানায় এসে লিখিত অভিযোগ জানায়। অভিযোগ বিশ্বাসভঙ্গ ও প্রতিশ্রুতি দিয়ে সহবাসের। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ও বিয়ের তোড়জোড় করা প্রীতম সরকার কে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশ ।বিয়ের দিন হবু বরের গ্রেপ্তারে এলাকায় চাঞ্চল্য ।