এই মুহূর্তে জেলা

হিন্দমোটরের যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চেন্নাইয়ের হোটেলে।

হুগলি,১ ডিসেম্বর:– চেন্নাইয়ের এক হোটেলে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ l হুগলির হিন্দমোটরের ঘোষপাড়ার বাসিন্দা এই যুবকের নাম ভিক্টর রায়(30) l কর্মসূত্রে গত  দু’বছর চেন্নাই সে আছে , গত সপ্তাহে বাড়ি থেকে চেন্নাই যায়l পরিবারের অভিযোগ শুক্রবার রাতে মায়ের সাথে ফোনে কথা হলেও গত কাল সকাল থেকে তার সাথে যোগাযোগ হচ্ছিল না তারপর রাতে চেন্নাই পুলিশ ফোনে খবর দিয়ে জানায় হোটেল থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে l পরিবার চায় পুলিশ উপযুক্ত তদন্ত করুকl