হাওড়া,৩০ নভেম্বর:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনে আচার্য জগদীশচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হল। আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬১তম জন্মদিন উপলক্ষে শনিবার শিবপুর বটানিক্যাল গার্ডেনে ওই আবক্ষ মূর্তির উন্মোচন হয়। বিগার্ডেন কর্তৃপক্ষের উদ্যোগেই এই মূর্তির উন্মোচন হয়েছে। উপস্থিত ছিলেন গার্ডেনের অধিকর্তা সহ অন্যান্যরা। জানা গেছে, বেশ কয়েক বছর আগেই বটানিক্যাল গার্ডেনের নাম বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামে করা হয়েছে। কিন্তু এখানে জগদীশচন্দ্র বসুর কোনও মূর্তি এতদিন ছিলনা। গার্ডেনের প্রাতভ্রমণকারীরা দীর্ঘদিন ধরেই এখানে জগদীশচন্দ্র বসুর একটি মূর্তি প্রতিষ্ঠা করার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে এদিন গার্ডেন কর্তৃপক্ষ জগদীশচন্দ্রের মূর্তি উন্মোচন করায় বেজায় খুশি সকলে।