সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফল কে কেন্দ্র করে সারা ভারত জুড়ে রাজনৈতিক মহলে এক রূদ্ধ স্বাস প্রতীক্ষা ছিল কারন বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা থেকে রাজ্যের বলতে আরম্ভ করেছিলেন এই নির্বাচন আগামী একুশের রাজ্যের বিধান সভা নির্বাচনে ক্ষমতাসীন তৃন মূলকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেমিফাইন্যাল হিসাবে পাখীর চোখ বলে ঝাঁপিয়ে পড়ে ছিলেন ৷ তিনটি বিধান সভার মধ্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গত ঊনিশের লোক সভা ভোটে বিজেপির ছাপান্ন হাজার আর খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে দেওয়া আসন খড়গপুরে জয়ের ব্যাবধান ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজারের মত বিশাল ভোট৷আর তৃতীয় আসন করিমপুর অবশ্য তৃনমূলের দখলে ছিল ৷ স্বাভাবিক ভাবে বিজেপির অ্যাডভানটেজ ছিল একশো ভাগ বিশেষ করে খড়গপুর আর কালিয়া গঞ্জে তৃনমূল কখনও জেতার মুখ দেখেনি তাছাড়া লোক সভা ভোটে আঠার আসন বিজেপির কাছে খোয়াবার পর থেকে মমতা ব্যানার্জী র ক্যারিসমা কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে তাই বিজেপি ফলের ব্যাপারে যতটা নিশ্চিত ছিল সেই তুলনায় তৃনমূল অনেকটা ব্যাক ফুটে ৷ কালিয়াগঞ্জের তৃনমূল প্রার্থী হওয়ার লোক পারছিল না ৷ এক দিকে দিল্লী থেকে উড়ে আসা বিজয়বর্গী অরবিন্দ মেনন থেকে রাজ্যের সব বিজেপির নেতানেতৃরা নতুন বাংলা গঠনের ভোট প্রচারের কথা শুনিয়ে ছিলেন অপর পক্ষে তৃনমূলের যোদ্ধা শুভেন্দু অধিকারি রাজীব ব্যানার্জী ফিরাদ হাকিম মহুয়া মৈত্ররা এনআরসির বিপদ কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরোধী বিরূদ্ধে সোচ্চার হয়েছিলেন। রাজনৈতিক সব স্পেকুলেশান কে মিথ্যা প্রতিপন্ন করে আজ ভোট গননা যতই এগিয়েছে তিনটি কেন্দ্রেই বুলবুল ঘূর্ণি ঝড়ের মত তৃনমূলী সবুজ ঝড় আছড়ে পড়ল ৷ কালিয়াগঞ্জে তৃনমূলের প্রার্থী তপনদেব সিংহের জয় উল্লাস দিয়ে শুরু তার পর কুড়ি হাজার ভোটে জয় যুক্ত হয়ে খড়গপুরে দিলীপ ঘোষের গড় কে প্রদীপ সর কার ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন৷ জয়প্রকাশ মজুমদারের অর্জুন সিং এর স্টাইলে ভুয়োভোটারের পেছনে দৌড়ানো হল সার বিমলেন্দু সিংহ রায়ের কাছে গো হারা হার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন এটা বিজেপির ঔদ্ধত্যের ফল ৷ তিনে তিন বিজেপি ফিনিস।তবে শতচেষ্টা করেও এই নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট ডাহা ফেল।
Related Articles
বৃদ্ধা মায়ের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ ছেলে-বৌমার বিরুদ্ধে।
বনগাঁ, ২ মে:- ৬৫ বছরের বৃদ্ধা অসুস্থ মা ঘরে রয়েছে মাকে খেতে দেয় না ছেলে। এমনকি মায়ের অসুস্থতার খবর নেয় না ছেলে। অসুস্থ হয়ে শুয়ে থাকতে থাকতে গায়ে হয়েছে ঘা, তবুও হুশ নেই ছেলের। ছেলে পাশের একতলা বাড়িতে সুখে দিন যাপন করছে নিজের ছেলে মেয়েকে নিয়ে কিন্তু পাশের ঘরে মা অবহেলায় একা একা পড়ে রয়েছে। […]
ভারতীয় ক্রিকেটার নাকি রামায়ণের হনুমান !
স্পোর্টস ডেস্ক, ৮ জুন:- ভারতীয় দলের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসন এমন একখানা ছবি পোস্ট করলেন যা দেখে আপনারও হয়তো মুখ থেকে বেরিয়ে যাবে- জয় শ্রীরাম। কেরলের ক্রিকেটার সঞ্জু। দেশের মাটি যেখানে শেষ হয়ে সমুদ্রের শুরু। তাই ফিনেস ট্রেনিংয়ের জন্য সমুদ্র সৈকতে যান সঞ্জু। আসলে সমুদ্র তীরের বালি ফিটনেস ট্রেনিংয়ের জন্য কার্যকরী। ফুটবলার বা ক্রিকেটাররা সমুদ্রের […]
সেবার জন্য কর্মরত পুলিশ, পুলিশ দিবসে বার্তা চন্দননগর পুলিশ কমিশনারের।
হুগলি, ১ সেপ্টেম্বর:- আজ রাজ্যে পালিত হচ্ছে পুলিশ দিবস। সারা বছর পুলিশ কর্মিরা যে কাজ করেন তাদের ভালো কাজের জন্য সম্মান জানানো হয় এদিন। চন্দননগর পুলিশ হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইনে পালিত হল পুলিশ দিবস। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি কমিশনার অফিসের সামনেট মাঠে পতাকা উত্তোলন করেন। পুলিশ কর্মিদের অভিবাদন গ্রহন করেন। এরপর ভালো কাজের […]