ঋসভ,২৮ নভেম্বর:- ক্রমশই যেন বঙ্গ রাজনীতিতে জননেতা হয়ে উঠছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । রাজ্যের তিন কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের পর উচ্ছাসে ভাসছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা । স্বস্তিতে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃপ্তি পাচ্ছেন শুভেন্দু অধিকারী । লোকসভায় ভরাডুবির পর উপনির্বাচনে গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর কেন্দ্রের দায়িত্ব বিশ্বস্ত সেনাপতি শুভেন্দু অধিকারীকেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো । একশ শতাংশ সফল তিনি।দুই কেন্দ্রেই এই প্রথম খাতা খুলল তৃণমূল কংগ্রেস । কেবল বাড়িবাড়ি প্রচার করেই বাজিমাত শুভেন্দুর । বলছেন “কুড়িটি বাড়ি পিছু একজন করে কর্মীকে দায়িত্ব দিয়েছিলেন।তাতেই হিট। ” কালিয়াগঞ্জ কেন্দ্রে যে এনআরসি ইস্যুই ফ্যাক্টর হয়েছে মানছেন পরিবহন মন্ত্রী । ফলস্বরূপ জয় হয়েছে তপন দেব সিনহার । অপর কেন্দ্র খড়গপুর সদর যা বিজেপির রাজ্য সভাপতির গড় সেখানেও একই ফর্মুলা ব্যবহার করেছেন । অবাঙালি এলাকায় কাজে লাগিয়েছেন স্থানীয় সমস্যা । বিধায়ক হিসেবে দিলীপ ঘোষের না রাখতে পারা প্রতিশ্রুতি গুলোকেই হাতিয়ার করেছেন তৃণমূলের প্রচারে । খড়গপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রেম চন্দ্র ঝাঁ হলেও আসলে এটা ছিল দিলীপ ঘোষের প্রেস্টিজ ফাইট । তাতে সফল তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকার । রেলে বেসরকারিকরণ যে বড় ফ্যাক্টর হয়েছে খড়গপুর সদরে মানছেন মন্ত্রী । উপনির্বাচনে ৩-০ ফলাফলের পর শুভেন্দু অধিকারী বলছেন “তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষ আস্থা রেখেছে,প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ঠিক কাজ করছে । মুখ্যমন্ত্রীর প্রতি গরিষ্ঠ সংখ্যক মানুষের আস্থা আছে । “লোকসভা নির্বাচনে মালদহ জেলার পর্যবেক্ষক হিসেবে একটিও আসন জিততে পারেননি শুভেন্দু অধিকারী তবে দোর্দণ্ডপ্রতাপ অধীর গড়ে ফুটিয়েছেন ঘাসফুল।জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। ক্রমশই দলের সেকেন্ড ইন কমান্ডের জায়গা যে পাকা করে ফেলছেন কাঁথির যুবরাজ তা স্পষ্ট ।
Related Articles
মিড-ডে মিলের অযোগ্য খাবার, প্রতিবাদে ভাত-আলু ফেলে বিক্ষোভ।
হুগলি, ৯ অক্টোবর:- মিড-ডে মিলের খাবার অযোগ্য। প্রতিবাদে অঙ্গনওয়াড়ির সামনে ভাত-আলু ফেলে বিক্ষোভ অভিভাবকদের। চুঁচুড়ার চকবাজার কাঠগোলা লেনের ঘটনা। সেখানে একটি ক্লাবে চলে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, মাঝেমধ্যেই সেখানে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হয়। সোমবার বাড়িতে খাবার নিয়ে যায় অনেকে। দুপুরে সেই খাবার খেতে গিয়ে দেখা যায় শুধু ভাত আর একটি করে ছোট আলু দেওয়া […]
হাওড়ায় শহর জুড়ে ব্যানার বিতর্কে মুখ খুললেন অরূপ।
হাওড়া , ৭ ডিসেম্বর:- কলকাতার পর শহর জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যানার পড়েছে হাওড়াতেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যের আরেক মন্ত্রী দলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, “এজেন্সিকে পয়সা দিলে সারা শহর জুড়ে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে ব্যানার লাগানো যায়। কে কি ব্যানার লাগালো তাতে কিছু আসে যায় না। আমার কাজটাই আসল। […]
প্রয়াত কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অবনী মোহন জোয়ারদার।
নদীয়া ,১২ জুন:- প্রয়াত নদীয়ার কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অবনী মোহন জোয়ারদার । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। বাধ্যক্যজনিত কারণে শারীরিক অসুস্থতার ভোগার পর তার সল্টলেকের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন আইপিএস তথা বর্তমান তৃণমূল বিধায়ক অবনী মোহন জোয়ারদার। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থ ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোকের […]