হাওড়া,২৭ নভেম্বর:- মালবোঝাই দুটি লরির সংঘর্ষে মৃত্যু হল চালকের। এই ঘটনায় গুরুতর জখম লরির খালাসি। আজ ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার জয়পুরের কাছে ৬ নং জাতীয় সড়কে। জানা গেছে, দ্রুত গতিতে ছুটে আসা সবজি বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে একটি লোহার রড বোঝাই লরিকে ধাক্কা মারে। ভয়ানক ওই দুর্ঘটনায় কার্যত দুমড়ে মুচড়ে যায় সবজির লরিটি। ওই গাড়ির চালক ও খালাসিকে গুরুতর জখম অবস্থায় দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চালককে মৃত ঘোষণা করা হয়। এদিকে দুর্ঘটনায় লোহার রড রাস্তার উপর ছড়িয়ে পড়ে। সকাল পর্যন্ত ওই রাস্তায় তীব্র যানজট ছড়িয়ে পড়ে। লিলুয়া থানা ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে যানজটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।