স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- করোনা অতিমারির জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চ্যাম্পিয়ন লিগের খেলা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে অভিনব সিদ্ধান্ত নিল উয়েফা। আটটি দলকে নিয়ে অগস্টে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন লিগের ‘ছোট সংস্করণ’ আয়োজন করবে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। বুধবার উয়েফার তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ, দুই পর্বের বদলে একটি ম্যাচই হবে। ফাইনাল হবে ২৩ অগস্ট। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বুধবার এগজিকিউটিভ কমিটির বৈঠকের পরে উয়েফার ডেপুটি জেনারেল সেক্রেটারি জিয়োর্জিয়ো মারসেত্তি জানিয়েছেন, শেষ ষোলোর দ্বিতীয় পর্বের যে চারটি ম্যাচ বাকি রয়েছে, তা হবে। ম্যাঞ্চেস্টার সিটি খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ চেলসি। জুভেন্টাসের লড়াই অলিম্পিক লিঁয়নের বিরুদ্ধে। বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি। ৭-৮ অগস্ট লিসবনে এই ম্যাচগুলো হবে।
Related Articles
২০২১ টোকিও অলিম্পিকে দেশবাসীর প্রত্যাশা পূরণে আত্মবিশ্বাসী সিন্ধু
স্পোর্টস ডেস্ক, ৭ নভেম্বর:- ২০১৬ রিও অলিম্পিকের থেকে ২০২১ সালের টোকিও অলিম্পিক অনেকটাই আলাদা হতে চলেছে। এই ব্যাপারটা খুব ভালো করে বুঝে গেছেন ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তাঁর থেকে গোটা দেশের প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন বলেই মনে করছেন তিনি। ইতিপূর্বে ২০১৬ সালে রিও অলিম্পিরকে ফাইনালে ক্যারোলিনা […]
খানাকুলে বন্যায় ক্ষতিগ্রস্থ ব্রিজের মেরামতির কাজ শুরু।
হুগলি, ১৭ নভেম্বর:- ২০২১ সালে সর্বগ্রাসী বন্যা হুগলি জেলার আরামবাগ মহকুমার ছটি ব্লকেই গ্রাস করেছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খানাকুল। এই খানাকুল দু’নম্বর ব্লকের বন্দর এলাকায় একটি পাকা ব্রিজ সম্পূর্ণভাবে বন্যার জলে ভেঙে পড়ে। এর জেড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জল কমে গেলেও সেই ব্রিজ মেরামতির কোনোও উদ্যোগ নেই প্রশাসনের বলে অভিযোগ। এর জেরে কয়েক […]
মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই ধরপাকড়। সৌজন্যে হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ।
হাওড়া, ২১ এপ্রিল:- মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই শুরু হয়েছে পুলিশের ধরপাকড়। সৌজন্যে হাওড়ার মালিপাঁচঘড়া থানা। করোনা অতিমারী পরিস্থিতিতে ইতিমধ্যেই দেশ জুড়ে বহু মানুষ সংক্রমিত হয়েছেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি হাওড়া জেলাতেও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রশাসনের তরফ থেকে বার বার মাইকে প্রচার করা হচ্ছে, যাতে সকলে নির্দিষ্ট দূরত্ব মেনে চলেন। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার […]







