স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- নির্ধারিত সময়ের আগেই ফুটবলারদের বকেয়া বেতনের প্রথম কিস্তি মিটিয়ে দিল সবুজ-মেরুণ। বকেয়ার দ্বিতীয় কিস্তি কবে শোধ করা হবে, তাও আইলিগ জয়ী ক্লাবের তরফে জানানো হয়েছে। ইস্টবেঙ্গলের পথে না হেঁটে আইলিগ জেতানো ফুটবলারদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া গত সপ্তাহ থেকেই শুরু করেছিল মোহনবাগান। এসএমএসের মাধ্যমে খেলোয়াড়দের বার্তা পাঠিয়েছিলেন ক্লাব কর্তারা। জানিয়ে ছিলেন, বকেয়া বেতনের প্রথম কিস্তি ৩০ জুনের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় কিস্তি (ইনসেনটিভ সহ) ফুটবলাররা ২০ জুলাইয়ের মধ্যে হাতে পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিল সবুজ-মেরুণ। নির্ধারত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই ফুটবলারদের বেতনের ৫০ শতাংশ মিটিয়ে দেওয়া হয়েছে বলে মোহনবাগান কর্তাদের তরফে দাবি করা হয়েছে।
ফুটবলারদের পাশাপাশি দলের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা ও সাপোর্ট স্টাফদেরও বকেয়া বেতনের প্রথম কিস্তিও মঙ্গলবার মিটিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একই ভাবে ২০ জুলাইয়ের আগেই ফুটবলারদের দ্বিতীয় কিস্তির টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সবুজ-মেরুণের অর্থ সচিব দেবাশিস দত্ত। উল্লেখ্য করোনা ভাইরাসের জেরে লকডাউনে কার্যত স্তব্ধ রয়েছে সব পরিষেবা। এই পরিস্থিতিতে মোহনবাগানের হাতে এখনও আইলিগ ট্রফি ও পুরস্কার মূল্য তুলে দিতে পারেনি এআইএফএফ। ওই টাকা থেকেই দলকে লিগ চ্যাম্পিয়ন করা ফুটবলারদের ইনসেনটিভ দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন সবুজ-মেরুণ কর্তারা। তবে বেতনের প্রথম কিস্তির টাকা সময়ের আগে মিটিয়ে দেওয়ায় খুশি ফুটবলাররা।