এই মুহূর্তে জেলা

হাওড়ায় জন সম্পর্ক অভিযান কর্মসূচিতে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

হাওড়া , ১৬ জুন:- হাওড়ায় জন সম্পর্ক অভিযান কর্মসূচিতে এসে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন তিনি। হাওড়া সদর বিজেপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে ওই জন সম্পর্ক অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ, হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ২৪ নম্বর ওয়ার্ডের দেশপ্রাণ শাসমল রোড বুথ ৭৫ থেকে এদিনের কর্মসূচি শুরু হয়। সেখানে পরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপবাবু। পরে তিনি ৮ নম্বর ওয়ার্ডের নেতাজি গড়েও জন সম্পর্ক অভিযান কর্মসূচিতে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিন দিলীপ ঘোষ বলেন, “সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি বাড়ি বাড়ি গিয়ে জন সম্পর্ক কর্মসূচি নিয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী এই করোনার লড়াইয়ে দেশবাসীকে আহ্বান করেছেন। চিঠি লিখেছেন। সেই চিঠির কপি নিয়ে আমরা পরিবারের হাতে পৌঁছে দিচ্ছি। সেই কর্মসূচি আজ থেকে এরাজ্যে শুরু হল। ১৬ – ২৫ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি পরিবারের কাছে যাওয়ার জন্য। আমি নিজে এই কর্মসূচিতে যোগ দিতে হাওড়ায় এসেছি। সাধারণ মানুষের সঙ্গে দেখা করছি। চিঠি দিচ্ছি। আমরা বারবার বলেছি যারা আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্ত তারা ত্রাণ পাচ্ছেন না। ত্রিপল পাচ্ছেন না। অন্য লোকেরা পেয়ে যাচ্ছে। রেশন ফ্রিতে প্রধানমন্ত্রী তিন মাসের জন্য পাঠিয়েছেন সেটা পৌঁছচ্ছে না। এই অভিযোগ বারবার উঠছে। এখানেও সেই অভিযোগ আমরা শুনলাম।”

বাংলাকে বৈঠকে ডাকা হয়নি কারণ গেলেই উন্নয়নের টাকা চাইবে, ফিরহাদ হাকিমের এই অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, “আমিও জানি। টাকা তো রোজ চাইছেন। এই নিয়ে ৬ বার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করছেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী কতবার গেছেন ? ভিডিও কনফারেন্সেও উনি থাকেন না। আসলে উনি নিউজ করতে চান। উনি বয়কট করেছেন নিউজ হল। আজকে নিউজ হয়ে গেছে। এবার উনি চুপ থাকুন।” কয়েকটি ওয়ার্ডে আজকে থেকে যে অ্যান্টিবডি অ্যালাইজা টেস্ট শুরু হয়েছে সে বিষয়ে দিলীপবাবু বলেন, “এটা ভালো কথা। নতুন প্রয়োগ বা পরীক্ষা হওয়া উচিত। যাতে এই রোগকে আটকানো যায়। আমাদেরও সতর্ক থাকা উচিত। ভালো রেজাল্টের জন্য আমরা অপেক্ষায় থাকব।”