মালদা , ৯ জুন:- চলন্ত ট্রেনে ফের মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কেরল ফেরত শ্রমিক স্পেশাল ট্রেনে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহের পুকুরিয়ার চাঁদপুর গ্রামে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম খতিপ শেখ(২৭)। তিনি কেরলে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। গত, পাঁচ মাস ধরে কেরলেই ছিলেন খতিপ। তাঁর দুই ছেলে রয়েছে। গত, ৬ জুন রাত ৮টা নাগাদ ট্রেনে ওঠেন তিনি। সহযাত্রীদের দাবি, পেটে যন্ত্রণা ও জ্বর ছিল তাঁর।
ট্রেনে ওঠার সময় রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এদিন সকালে ট্রেন ফরাক্কা স্টেশনে পৌঁছলে নামার প্রস্তুতি নিতে শুরু করেন মালদহের যাত্রীরা। সেই সময় দেখা যায় খতিপ অচৈতন্য অবস্থায় রয়েছেন। পরে চিকিৎসক গিয়ে তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এরপরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। ঘটনার তদন্ত শুরু করেছে রেলপুলিশ।