হাওড়া,১৮ ডিসেম্বর:- এনআরসি ও সিএএ নিয়ে হিংসাত্মক বিক্ষোভের জেরে গত কয়েকদিন ধরেই হাওড়া কলকাতার সঙ্গে টানা বন্ধ ছিল উত্তরবঙ্গ ও পূর্ব ভারতের রেল যোগাযোগ। বুধবার থেকে আবার ট্রেন চালানো শুরু করল পূর্ব রেল। কয়েকদিন আগেই অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে রেল যাত্রীদের নিরাপত্তার খাতিরে পূর্ব রেল বন্ধ করে দেয় ট্রেন চলাচল। সেই থেকেই সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে পূর্ব ভারতের বিস্তির্ণ অঞ্চল। এদিন হাওড়া থেকে গত শনিবারের পর আবার ছাড়ল হাওড়া-সরাইঘাট এক্সপ্রেস। লাগাতার ৪ দিন বন্ধ থাকার পরে এদিন আবার ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া যাত্রীদের মধ্যে। গত শনিবার থেকে ট্রেনের অপেক্ষায় হাওড়া স্টেশনে থাকা গুয়াহাটির বাসিন্দা ওয়াই ডি মিলান জানান,
গত শনিবার থেকে বাড়ি ফেরার জন্যে হাওড়া স্টেশনে বসেছিলেন তিনি। এদিনের ট্রেনে রিজার্ভেশন না পেয়ে সাধারণ কামরায় চেপেই বাড়ির পথে রওনা দিলেন তিনি। আরেক যাত্রী প্রণয় সাহা বলেন, ছেলের অপারেশনের জন্যে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে এসেছিলাম। শনিবার ফেরার টিকিট ছিল। কিন্তু ট্রেন বাতিল করে রেল। সেই থেকেই হাওড়া স্টেশনেই কাটছিল দিন। তিনি জানান, ট্রেনে চালু হবে সেই খবর পেয়েই প্রিমিয়াম তৎকালে ৪ হাজার টাকা দিয়ে নিজের স্ত্রীর ও ছেলের তিনটি রিজার্ভেশন টিকিট কেটে এদিন বাড়ির পথে রওনা দেন তিনি।