সুদীপ দাস,২০ মে:- ঝড়ের দাপটে একটি পুরনো বাড়ির অংশ ভেঙে ক্ষতিগ্রস্ত, ভেঙে পড়েছে গাছl হুগলির শ্রীরামপুরের ৮নম্বর ওয়ার্ডের মেলা বাড়ির সামনে ঘটনা lপ্রথমেই ছুটে যায় শ্রীরামপুর থানার পুলিশ।আই, সি দিব্যেন্দু দাসের নেতৃত্বে মানুষজন কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌড়মোহন দে । যদিও কেউ আহত হয়নিlসেই বাড়ীতে যারা থাকতো তাদের অন্যত্র সরানো হয়েছেl সুপার সাইক্লোন আমফান মোকাবিলায় প্রস্তুত হুগলি জেলা প্রশাসন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। কাঁচা বাড়ি থেকে সাত হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে। রাখা হয়েছে ত্রান শিবিরে। বিদ্যুৎ দপ্তর ,স্বাস্থ্যদপ্তর, সেচ , কৃষি ,দমকল, পুলিশ সহ ২৪ টি দপ্তরকে এ্যালার্ট করা হয়েছে। জলপথ পরিবহন বন্ধ রয়েছে লকডাউনের ফলে।তবু কোনো নদীতে নৌকা নামাতে নিষেধ করা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে জন সাধারনকে।ঝড়ের সময় বাইরে থাকতে বারন করা হচ্ছে। পর্যাপ্ত ত্রান মজুত রয়েছে জেলায়।ত্রিপল ,শুকনো খাবার,জল সময় মত ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছে দেওয়ার সব রকম ব্যবস্থা করা হয়েছে।
২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও তার অফিস থেকেই সব নজরদারী করতে পারবেন। চালু করা হয়েছে হেল্প লাইন নম্বর। বিপদ হলে হেল্প লাইন নম্বরে ফোন করা যাবে। বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে আমপানের মোকাবিলায়।ত্রান সামগ্রী বিলি বন্টনে বিপর্যয় মোকাবিলা দপ্তরে ব্যস্ততা তুঙ্গে।হুগলিতে ১১০-১২০ কিমি বেগে আমফান আছড়ে পরবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সুপার সাইক্লোন আটকানো যাবে না কিন্তু ক্ষয়ক্ষতি যতটা সম্ভব আটকানো যায় সেটাই লক্ষ হুগলি জেলা প্রশাসনের।হুগলি জেলায় ৪৭ টা ত্রান শিবির খোলা হয়েছে। ১৩৩৭০ জনকে চিহ্নিত করা হয়েছে।তারমধ্যে ৭১১৫ জনকে ত্রান শিবিরে সরানো হয়েছে। ১৪৮ জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারকে নিযুক্ত করা হয়েছে।এসডিআরএফ এর একটি দল পুরশুড়া রেসকিউ ক্যাম্পে রাখা হয়েছে।দুটি স্পিড বোটকে শ্রীরামপুর ও চন্দননগরে প্রস্তুত রাখা হয়েছে।দুই হাজারের বেশি ত্রিপল বিলি করা হয়েছে।জেলা হেড কোয়াটার ছাড়াও চারটি মহকুমা ও আঠেরোটি ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।সাইক্লোনে টেলি যোগাযোগ অক্ষুন্ন রাখতে ব্যবহার করা হবে স্যাটেলাইট ফোন।কন্ট্রোল রুম টোল ফ্রি নাম্বার ১৮০০৩৪৫৬১৩৫ / ০৩৩-২৬৮১২৬৫২Related Articles
ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায় প্রহৃত আর,পি,এফ কর্মী , পাশাপাশি বৈচিগ্রামে রেল অবরোধ।
সুদীপ দাস, ১৭ আগস্ট:- ট্রেনে ওঠা হকারদের জরিমানা করায়, প্রহৃত দুই আরপিএফ কর্মী। পাশাপাশি ট্রেন অবরোধ। উত্তপ্ত পান্ডুয়া ব্লকের বৈঁচিগ্রাম রেল স্টেশন। মঙ্গলবার বিকেলে প্রায় ঘম্টাখানেক অবরোধ চলে বৈঁচিগ্রাম স্টেশনে। ঘটনার সূত্রপাত এদিন দুপুরে ব্যান্ডেল স্টেশনে। দুপুরে আপ হাওড়া-বর্ধমান লোকাল ব্যান্ডেলে ঢুকতেই সেই ট্রেনে ওঠে আরপিএফের বিশেষ হকার প্রতিরোধ বাহিনী। কোভিড আবহে বেআইনিভাবে ট্রেনে হকার […]
এক নজরে রাজ্য বাজেট।
এক নজরে রাজ্য বাজেট • যেখানে দেশে ২০২৩-২৪-এ আর্থিক বৃদ্ধি ৬.৯৫ হবে বলে মনে করা হচ্ছে, সেখানে বাংলায় ৮.৪১ শতাংশ হবে। • রাজ্যের বিভিন্ন প্রকল্প দেশে সেরার শিরোপা পেয়েছে। • ৩লক্ষ ৭১ হাজার দুয়ারে সরকার শিবির হয়েছে, উপকৃত ৯ কোটির বেশি মানুষ। • স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান, গ্রামীণ আবাস যোজনায় দেশের মধ্যে আমরা সেরা। • জিএসটি […]
পুজোর আগেই রাজ্যের কোভিদের বুস্টার ডোজ শেষ করার লক্ষমাত্রা স্বাস্থ্য-দপ্তরের।
কলকাতা, ২০ আগস্ট:- পুজোর আগেই রাজ্যের সমস্ত যোগ্য প্রাপককে কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে।নবান্নে আজ রাজ্যের সাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পৌরহিত্য এ এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব সহ দফতরের অন্যান্য আধিকারিক,সব জেলাশাসক ও জেলা স্বাস্থ্য আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। স্বাস্থ্য […]








