হুগলী,১৬ ডিসেম্বর:- অর্থনৈতিক অনটনে পরে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা-মা। এক বছরের একটি পুত্রসন্তানের মাও হয়েছিলো মেয়ে। কিন্তু বয়সের দিক থেকে সেই মেয়েকে আর সাবালিকা হওয়া হলো না। স্বামীর অত্যাচারে মাত্র ১৭ বছর বয়সেই বেঘোরে প্রান গেলো নাবালিকা মেয়েটির। আজ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম স্মৃতি বাগ দাস(১৭)। অভিযুক্ত স্বামীর নাম রঞ্জন কুমার দাস(২৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর তিনেক আগে চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন লেনিন পল্লীর বাসিন্দা স্মৃতির পাশেই শ্রীপল্লীর বাসিন্দা রঞ্জনের সাথে বিয়ে হয়।
তাঁদের এলটি এক বছরের পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই রঞ্জন নানা অছিলায় স্ত্রীর উপর অত্যাচার করতো। এছাড়া ক্যাটারিং-এর কাজের সাথে যুক্ত রঞ্জন প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ। রবিবার রাতেও সে স্ত্রীকে একইভাবে মারধর করে বলে অভিযোগ। এরপর আজ সকালে নিজের ঘর থেকেই গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় স্মৃতির মৃতদেহ উদ্ধার হয়। সেসময় রঞ্জন ওই ঘড়েই ঘুমাচ্ছিলো বলে স্থানীয়দের দাবী। এদিন স্মৃতির মা মিনতি বাগ বলেন তাঁর মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে জামাই রঞ্জন দাস। তিনি জামাইয়ের কঠোর শাস্তির দাবী তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ রঞ্জনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিন চুঁচুড়া থানার সামনে বসে রঞ্জনের বাবা হারাধন দাসও নিজের ছেলেই বৌমাকে খুন করেছে বলে জানান।Related Articles
দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে।
কলকাতা, ৫ জুলাই:- পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যথেষ্ট ভালো৷ দু-একটা বিক্ষিপ্ত অশান্তি ছাড়া রাজ্যে সার্বিক পরিস্থিতি আয়ত্তের মধ্য়েই রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর ভবানীভবনে সাংবাদিক বৈঠক করেন মনোজ মালব্য৷ সেখানেই রাজ্য পুলিশের মহানির্দেশক এই বক্তব্য তুলে ধরেন৷ তিনি বলেন, ‘‘আমাদের কাছে একদম উপরমহল থেকে স্পষ্ট নির্দেশ […]
রাজ্যের পাঁচ আসন সহ পনেরোটি রাজ্যের রাজ্যসভার ভোট ঘোষণা কমিশনের।
কলকাতা, ২৯ জানুয়ারি:- রাজ্যের পাঁচ আসন সহ ১৫ টি রাজ্যের রাজ্যসভার ৫৬টি আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। এই ৫৬টি আসনের বর্তমান সাংসদের মধ্যে ৫০ জনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। বাকি ৬ জনের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল। নির্বাচন কমিশন সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শূন্য হতে চলা আসনগুলির জন্য জন্য ভোট গ্রহণ করা […]
আইএসএলে মোহন-ইস্ট ডার্বি নিয়ে কী বললেন লাল-হলুদের নয়া কোচ ?
স্পোর্টস ডেস্ক, ১১ অক্টোবর:- কোচ হিসেবে সরকারি ভাবে তাঁর নাম ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইংল্যান্ড থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হলেন লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার। তিনি মুখ খুললেন মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি নিয়ে। তিনি জানান,”ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা থাকাটা স্বাস্থ্যকর। এই লড়াই ফুটবলারদের ও ক্লাবকে সাফল্য পেতে উজ্জীবিত করে। আমি ও আমার সহকারী টোনি গ্র্যান্টের এই […]