এই মুহূর্তে জেলা

হরিদ্দার থেকে কৃষ্ণনগরে পৌঁছালো ১১৫০ জন যাত্রী নিয়ে শ্রমিক স্পেশাল ট্রেন।

 

 নদীয়া,১৯ মে:- কিছু মানুষ অপেক্ষায় ছিলেন প্রয়োজনে দের বাড়ি ফেরার, অন্যদিকে বেশ কিছু সংখ্যক মানুষ আতঙ্কে ছিলেন তাদের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে। নদীয়ার  কৃষ্ণনগর এলো পরিযায়ী শ্রমিক ট্রেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে হরিদ্দার থেকে ট্রেন আসে। পুলিশের নিরাপত্তা ছিল আঁটোসাটো। নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয় সমগ্র স্টেশন। স্টেশনের আশে পাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। যাত্রীদের গন্তব্য স্থলে পাঠানোর জন্য বাসের ব্যাবস্থা ছিল। তাদের কে বাসে তুলে দেওয়া হয়। পুলিশ প্রসাশনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাবেষ্ঠনি ও পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয় । এদের মধ্যে নদীয়ার ৮ জন । জেলাশাসক সহ  পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। ট্রেন থেকে নামার পর যাত্রীদের একটি নির্দিষ্ট গেট দিয়ে বের করানো হয়, স্টেশনের অন্যান্য বের হওয়ার জায়গাগুলো কাঁটাতার দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে থার্মাল ট্রেনিং হচ্ছে স্টেশন এর উপরেই। কৃষ্ণনগর স্টেডিয়াম সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করার পর কিছু খাবারের ব্যবস্থা করে বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করে পৌঁছে দেয়া হচ্ছে বাড়ি।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.