হাওড়া,১১ মে:- হাওড়ায় করোনার কন্টেনমেন্ট জোনগুলিতে এবার জীবাণুমক্তকরণের কাজ শুরু করল পুরনিগম।ওইসব এলাকায় বসবাসকারী মানুষদের যাতে কোনও সমস্যা না হয় তারজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি হাওড়া পুরনিগমও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। কন্টেনমেন্ট জোনে নমুনা সংগ্রহ, চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি জীবাণুমুক্তকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর কমিশনার ধবল জৈন জানান, রবিবার হাওড়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মোট ১৫টি কন্টেনমেন্ট জোন জীবাণুমুক্তকরণের কাজ করা হয়েছে। হাওড়া পুর এলাকায় ১৮ নম্বর ওয়ার্ডের কালি কুন্ডু লেন, ২৭ নম্বর ওয়ার্ডের রাধামাধব ঘোষ লেন, ৩৮ নম্বর ওয়ার্ডের শরৎ চ্যাটার্জী লেন, ২৯ নম্বর ওয়ার্ডের হাট লেন, ২৪ নম্বর ওয়ার্ডের যোগমায়া হরিজন বস্তি সহ একাধিক জায়গায় এই জীবাণুমুক্তকরণের কাজ হয়। এই সকল জায়গা থেকে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এর আগেও বেশ কয়েকটি ওয়ার্ডের একাধিক জায়গায় জীবাণুমুক্তকরণের কাজ করেছিল পুরনিগম। ধাপে ধাপে বাকি কন্টেনমেন্ট এলাকাতেও এই জীবাণুমক্তকরণের এই কাজ করা হবে বলে পুর কমিশনার জানিয়েছেন।