হাওড়া,২৯ এপ্রিল:- মঙ্গলবার টিকিয়াপাড়ার ঘটনার রাতেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল হাওড়ার পুর কমিশনার বিজন কৃষ্ণকে। রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত ওই দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈনকে। মঙ্গলবার রাতে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন আপাতত পুর কমিশনার হিসাবে দায়িত্বও সামলাবেন। যদিও হাওড়ার পুর কমিশনারের উপর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেই, কিন্তু কাকতালীয়ভাবে টিকিয়াপাড়ার ঘটনার পরই পুর কমিশনারকে প্রাণী সম্পদ দফতরের যুগ্মসচিবের দায়িত্বে পাঠানো হয়েছে। এদিকে, টিকিয়াপাড়ার ঘটনার পর বিস্তীর্ণ এলাকায় পুলিশের ধরপাকড় শুরু হয়েছে। রাতেই বিশাল পুলিশ বাহিনী, র্যাফ এলাকায় পৌঁছয়। পুলিশের কর্তারা হাজির হন এলাকায়। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। তান্ডবের ঘটনার সঙ্গে যুক্তদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হবে বলেও জানিয়েছে পুলিশ।