প্রদীপ সাঁতরা ,২৯ এপ্রিল:- লড়াই শেষ। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান। বুধবার বেলা ১১ টার সময় মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত মঙ্গলবার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ায় আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মঙ্গলবার মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের আইসিইউ তে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, ৫৩ বছরের অভিনেতার অবস্থা সঙ্কটজনক। হাসপাতালে তাঁর পাশেই রয়েছেন ইরফানের স্ত্রী সুতপা সিকদার এবং তাঁদের দুই ছেলে। ২০১৮ সালে নিউরো এন্ডোক্রাইন টিউমর ধরা পড়ার পর থেকেই ভুগছেন ইরফান। লন্ডনের হাসপাতালে চিকিৎসাও চলছে তাঁর। গত শনিবারই জয়পুরে তাঁদের বাড়িতে ৯৫ বছর বয়সে মৃত্যু হয়েছে ইরফানের মা সৈয়দা বেগমের। কিন্তু লকডাউন এবং শারীরিক অবস্থা খারাপ থাকায় মায়ের শেষকৃত্যে যেতে পারেননি হলিউড–বলিউডের এই বিশিষ্ট অভিনেতা। ভিডিও কলেই মাকে শেষ শ্রদ্ধা জানান তিনি। সংবাদমাধ্যমের দাবি, অসুস্থতার জন্যই মায়ের শেষকৃত্যে যেতে পারেননি অভিনেতা। ব্রেনে টিউমার নিয়ে বেশ কয়েক বছর ধরে লড়াই করছেন তিনি। সুস্থ হয়ে ‘আংরেজি মিডিয়াম’ ছবির মধ্যে দিয়ে কামব্যাকও করেছিলেন তিনি। কিন্তু আবারও অসুস্থ হয়ে ভর্তি হলেন হাসপাতালে।