নবান্ন,হাওড়া,২৩ এপ্রিল:- রাজ্যকে আগাম কিছু না জানিয়ে এখানকার যে ৮ জেলার করোনা ও লক ডাউন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার দুটি প্রতিনিধি দল পাঠিয়েছে তার অধিকাংশ জেলাতেই করোনা আক্রান্তর কোনো খবর নেই বলে রাজ্য সরকার জানিয়েছে ।মুখ্য সচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন করোনা আক্রান্তর নিরিখে কেন্দ্রীয় তালিকায় ১৩ নম্বরে থাকা এই রাজ্যের জন্য দুটি দল পাঠানো হলেও তালিকার শীর্ষে থাকা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের মত রাজ্যগুলিতে মাত্র একটি করে দল পাঠানো হয়েছে। অনেক রাজ্যে আবার কেন্দ্রীয় দল পাঠানো হয়নি বলেও তিনি জানান।এই রাজ্যের জন্য কেন্দ্র সরকার কেন এত সক্রিয় হল সেই প্রশ্ন তুলেছেন তিনি ।পাশাপাশি রাজ্যে আসা দুটি দলকেই প্রটোকল মেনে সব রকমের সহযোগিতা করা হচ্ছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। দক্ষিণবঙ্গে অপূর্ব চন্দ্র র নেতৃত্বে আসা দলটি আজ সকালে রাজারহাটের কোয়ান্টাইন সেন্টার ও পরে এমআর বাঙ্গুর হাসপাতাল ঘুরে দেখে। বিকালে তারা রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিব সহ আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। অন্যদিকে বিনীত যোশীর নেতৃত্বে আসা উত্তরবঙ্গের দলটি আজ সেখানকার কয়েকটি এলাকা ঘুরে দেখার পরে ডিভিশনাল কমিশনার অজিত রঞ্জন বর্ধন এর সঙ্গে বৈঠক করে বলে মুখ্য সচিব জানিয়েছেন।
Related Articles
তুফানগঞ্জে বস্তা থেকে ৩টি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য।
কোচবিহার,১৭ ডিসেম্বর:- ফের তিনটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ১২ নম্বর ওয়ার্ডের সুকান্ত সরণি এলাকায়। স্থানীয় লোকজন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বোমা গুলিকে দেখতে পান। পরে তুফানগঞ্জ থানায় খবর দেন। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা […]
করোনা আক্রান্ত ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।
স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- করোনা ভাইরাসে আক্রান্ত এবার ব্রাজিলিও তারকা ফুটবলার নেইমার৷ ব্রাজিলের এই তারকা ফুটবলার ছাড়াও প্যারিস সাঁ জা’র আরও দুই খেলোয়াড়ের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে৷ বুধবার ক্লাবের তরফে তিন ফুটবলারের করোনা আক্রান্তের খবর জানানো হয়েছে ৷ ৩১ আগষ্ট প্যারিস সেইন্ট জার্মেইন জানায় তাদের দুজন তারকা করোনায় আক্রান্ত। প্রথমে নামগুলো গোপন রাখলেও […]
হেলথ ওয়ার্কসদের সাথে অনশন মঞ্চে বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু ।
কোচবিহার , ১৭ আগস্ট:- কোচবিহার সিএমওএইচ দপ্তরে সামনে অনশনে বসা মাল্টি পারপাস হেলথ ওয়ার্কসদের সাথে অনশন মঞ্চে দেখা করলেন বিজেপি রাজ্য নেতা সায়ন্তন বসু । তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিগা , কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতি রাভা রায় । বিষয়টি নিয়ে রাজ্যপালের সাথে দেখা করে বিষয়টা জানানোর পাশাপাশি বিধানসভায় তোলা হবে বলে […]