এই মুহূর্তে জেলা

আবর্জনার স্তুপে ভয়াবহ আগুন ডানকুনিতে।

হুগলি, ৭ ডিসেম্বর:- আবর্জনার স্তুপে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার হাউসিং লাগোয়া ডাম্পিং গ্রাউন্ডে। আর্বজনার স্তুপে আগুন লেগে প্রথমে ধোঁয়া বেরতে থাকে। ওই সময় হাওয়া বইতে থাকার কারণে আগুন বড় আকার নেয়। কালো ধোঁয়ার সঙ্গে লাল আগুনের হলকায় চারপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনা স্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে দমকল কেন্দ্র থেকে প্রথমে একটি ও পরে আরেকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শ্রীরামপুর থেকেও দমকলের একটি ইঞ্জিন আনানো হয়। তারপর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। সাধারণ মানুষের অভিযোগ লোকালয়ের মধ্যে ডাম্পিং গ্রাউন্ড থাকায় দুর্গন্ধে টেকা যায় না। আশে পাশে স্বাস্থ্য কেন্দ্র ও স্কুল রয়েছে। কিন্তু আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান করতে পারেনি পুরসভা। পরিবেশ কর্মী মাবুদ আলি বলেন, এর আগেও এখানে আগুন লেগেছে। গণস্বাক্ষর করে পুরসভার কাছে ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র সড়ানোর দাবি জানানো হয়ে ছিল। কাজের কাজ কিছুই হয়নি।