হুগলি, ৩ ডিসেম্বর:- সর্বদলীয় বৈঠক করলেন হুগলি জেলার জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের অবজারভার ডঃ বিশ্বনাথ। হরিপাল, খানাকুল ও আরামবাগের বিএলও দের সঙ্গেও বৈঠক করেন। সর্বদলীয় বৈঠকে তৃণমূল বিজেপি সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক বিশ্বনাথ বলেন, কতটা কাজ হয়েছে, সেটা জানতে চাওয়া হয় বিএলও দের কাছে। যে কাজ বাকি আছে দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সুত্রের খবর।বেশিরভাগ ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে, যে গুলো বাকি আছে সেগুলো আজকের মধ্যে শেষ হয়ে যাবে। পান্ডুয়ার একটি বুথে প্রোজেনি ম্যাপিং এর প্রসঙ্গে বলেন, ওই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওই পার্টের বিএলও এইআরও আছে তারা বিষয়টি দেখছেন। ওই বিষয় নিয়ে এনকোয়ারী হবে, কি ভাবে এটা হয়েছে ডিও সেটা দেখবেন। কোন অভিযোগ হয়েছে কিনা সেই প্রসঙ্গে বলেন আগের যা অভিযোগ হয়েছে, সেগুলো ডিসপোজ করা হয়ে গেছে।
যদি কোন রাজনৈতিক দল অভিযোগ করেন আগামী দিনে, তার ক্ষেত্রে যে পদ্ধতি আছে সেই মত পদক্ষেপ নেওয়া হবে। হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, আমরা কয়েকটি অভিযোগ জানিয়েছি। বিএল ওরা অনেক সময় রাজনৈতিক দলের সাহচর্য নিচ্ছেন সেই বিষয়ে জানিয়েছি। পরবর্তী বৈঠকে বিস্তারিতভাবে আরো জানাবো। সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ বলেন আমরা অভিযোগ করেছি কোন বৈধ ভোটার যাতে বাদ না যায়। মৃত ও স্থানান্তরিত ভোটার যারা ডাবলিং ভোটার তাদের গুলো বাদ দিতে হবে। সব জায়গায় ঠিক ভাবে কাজ হচ্ছেনা সেটা নির্দিষ্ট ভাবে জানিয়েছি কোন বুথে এমন হচ্ছে। তৃণমূলের প্রতিনিধি বিকাশ রায় বলেন কোন রাজৈতিক দল সেই ভাবে কোন অভিযোগ করেনি। নির্বাচন কমিশনের অবজারভার তিনিও সন্তোষ প্রকাশ করেছেন হুগলি জেলার কাজে। তারপরেও যদি কোন ভূলত্রুটি থাকে তা কমিশনের নজরে আনতে।সেগুলো খসড়া তালিকা প্রকাশের আগে ঠিক করে নেওয়া হবে।








