এই মুহূর্তে জেলা

বন্ধ বাজার, চলছে মাইকিং।

 

হুগলি,২৩ এপ্রিল:- লকডাউনকে উপেক্ষা করে বাজার গুলিতে ভিড় জমছিল প্রতিনিয়ত। দিনের পর দিন প্রশাসনের বিভিন্ন বার্তাকে কার্যত উড়িয়ে দিয়ে বাজার কড়ার হিড়িকে চিন্তায় ছিল প্রশাসন। তাই বাজারকেই হাতিয়ার করে গতকালই শ্রীরামপুরের সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।  সেই মত বৃহস্পতিবার সকাল থেকেই শহরের মাহেশ বাজার,টিন বাজার, পাঁচুবাবু বাজার মল্লিক পাড়া বাজার সম্পুর্ণ রাখা হয়েছে । কিন্তু তা সত্ত্বেও বাজার সংলগ্ন এলাকায় ভিড় লক্ষ করা গেছে।যদিও এ বিষয়ে সকাল থেকেই শহর জুরে চলছে সচেতনতা মুলক মাইকিং। শ্রীরামপুরে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় থেকে কোরানা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যাচ্ছে।তাই কড়া পদক্ষেপে এবার থেকে শ্রীরামপুরের সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই ।এবার থেকে ওয়ার্ড ভিত্তিক ভেন্ডার নিয়োগ করে বাজার পৌঁছবে বাড়ি বাড়ি, এই সব ভেন্ডারদের কাছে সরকারি অনুমতি পত্র থাকবে। মুদিখানা দোকান সকাল ১২ টা পর্যন্ত খোলা থাকছে।ঔষধের দোকান সহ অতি প্রয়জনীয় সামগ্রী এই নিয়মের বাইরে রাখা হচ্ছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.