এই মুহূর্তে জেলা

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সংবর্ধনা শেওড়াফুলি দেশবন্ধু ক্লাবের জগদ্ধাত্রী পুজোয়।

হুগলি, ৩০ অক্টোবর:- শেওড়াফুলির দেশবন্ধু ক্লাবের সদস্যরা এবং বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ইন কাউন্সিল তথা জয় হিন্দ বাহিনীর হুগলি জেলা সভাপতি সুবীর ঘোষের (ভাই দার) জগদ্ধাত্রী পুজো উপলক্ষে প্রশংসনীয় উদ্যোগ নিল। বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনদের পুজো কমিটির পক্ষ থেকে সম্বর্ধিত করা হলো। এদিনের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পুর প্রধান পিন্টু মাহাতো, শ্রীরামপুর পৌরসভার পুর প্রধান গিরিধারী সাহা, বৈদ্যবাটি পৌরসভার উপ পুর প্রধান শান্তনু দত্ত পৌর প্রধান পারিষদ সমর বাগচী, পুর সদস্য প্রবীর পাল, অমৃত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী অঙ্কুশ্রী, এদিনের অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে সুবীর ঘোষ জানান প্রতিবছরের মতো এ বছরও দেশবন্ধু ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে ।অত্যন্ত শ্রদ্ধা ভরে এবং নিষ্ঠা সহযোগে এই পূজা অনুষ্ঠিত হয় এবারও তার ব্যতিক্রম হয়নি, সবথেকে বড় কথা শুধু পূজার জাঁকজমক আড়ম্বরের বাইরেও বেশ কিছু সামাজিক কাজে আমরা অংশ গ্রহণ করি, তেমনি আজকে আমরা বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের পূজা উপলক্ষে তাদের সম্মান জানালাম, তাদের হাতে কিছু ফুল মিষ্টি সহ উপহার তুলে দিলাম, কারণ আমরা মনে করি যে সমাজে আমরা বাস করি যেকোনো সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াতে, উৎসব আনন্দ সবটা ভাগ করে নিতে পারি তবেই আমাদের সমাজ উন্নত থেকে উন্নততর হবে।