এই মুহূর্তে জেলা

সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্য পাঁচজন দুষ্কৃতিকে পাকড়াও করল চন্ডীতলা থানা।

হুগলি, ১৯ অক্টোবর:- চন্ডীতলা থানায় হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানান, ধন্তেরাস দীপাবলির জন্য চন্ডীতলা থানার বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ।আজ দুপুরে মশাট অঞ্চলে কয়েকজন সন্দেহ ভাজনকে ঘুরতে পুলিশ তাদের ধরতে যায়। একটি চারচাকা নিয়ে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে ধরে ফেলে পুলিশ। ভিতরে কাছ থেকে দুটি দেশি পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ, দু টি ভুজালি, একটি ছুরি, শার্টার ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার হয়। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মশাট এলাকায় সোনার দোকানে ডাকাতি তাদের উদ্দেশ্য ছিল। ধৃতরা হল সূরজ মন্ডল তার বাড়ি হুগলির পান্ডুয়া বর্তমানে ডানকুনিতে থাকত।

কুতুব মন্ডল তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানায় এলাকায়। রাজা উদ্দিন তার বাড়ি হুগলির জাঙ্গিপাড়া এলাকার। অলক সমাদ্দার তার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোক নগড় এলাকায়। আশীষ সাহা তার বাড়ি বনগাঁয়। চন্ডীতলা থানা এই ঘটনায় শত প্রণোদিত মামলার রুজু করেছে। জিতবের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হবে। তাদের কাছ থেকে আরও কিছু অর্থশস্ত্র উদ্ধার হয় কিনা সেটা দেখা হবে। এদের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে যারা পালিয়ে গেছে তারা কারা তার খোঁজ চলবে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মশার অঞ্চলে সোনার দোকানে ডাকাতি কড়াই ছিল দুষ্কৃতীদের উদ্দেশ্য। তারা হাওড়ার দিক থেকে এসেছিল।