এই মুহূর্তে জেলা

*সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক পুলিশ কে দেওয়া হলো সিপিআর ট্রেনিং।

হুগলি, ২৪ সেপ্টেম্বর:- বহু সময় পথ চলতি মানুষ হৃদ রোগ আক্রান্ত বা হার্ট অ্যাটাকের কারণে অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। জ্ঞান হারানো থেকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর আগে যদি তাকে সিপিআর চিকিৎসা দেওয়া যায় তাহলে মরণাপন্ন হৃদরোগী প্রাণে বেঁচে যেতে পারেন। সেই কারণে চন্দননগর কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়ার ট্রাফিক বিভাগের উদ্যোগে এবং একটি বেসরকারি চিকিৎসা সংস্থার তত্ত্বাবধানে সিপিআর ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হলো কোন্নগর এলিট হলে। এই কর্মসূচিতে উত্তরপাড়া ট্রাফিক গার্ডের আইসি সহ সমস্ত পুলিশ কর্মী, সংবাদ মাধ্যম কর্মী, এবং বেশ কয়েকটি সমাজ সেবী সংস্কার কর্মীরা অংশগ্রহণ করেন।

চিকিৎসা কর্মীরা হাতে-কলমে অনুশীলন ক্যাম্পে উপস্থিত সকলকে শেখান ঠিক কখন এবং কিভাবে সিপিআর চিকিৎসা দিতে হবে গুরুতর হার্ট অ্যাটাক এর কারণে ও জ্ঞান হারানো ব্যক্তিকে। চিকিৎসা বিজ্ঞানের মতে আচমকাই হার্ট অ্যাটাকের কারনে যদি কোন ব্যক্তি জ্ঞান হারান সে ক্ষেত্রে সিপিআর চিকিৎসা যদি সঠিক সময় সঠিকভাবে করা হয় তাহলে তিনি প্রাণে বেঁচে যেতে পারেন, বেশ কিছুক্ষণ সময় পাওয়া যায় তাকে হাসপাতালে নিয়ে গিয়ে পরবর্তী চিকিৎসার জন্য। এই ধরনের অভিনব সিপিআর ট্রেনিং প্রোগ্রাম চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় এই প্রথম অনুষ্ঠিত হলো। এই ধরনের জনসচেতনা মূলক কর্মসূচি করার জন্য উত্তরপাড়া ট্রাফিক গার্ডের কর্মীদের অভিনন্দন জানিয়েছেন চন্দননগর কমিশনারেটের উচ্চ পদস্থ কর্তারা।